<p>চট্টগ্রামের ফটিকছড়িতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে চার ফার্মেসিকে ৫ লাখ টাকা জরিমানা ও সাড়ে ৪ লাখ টাকা মূল্যের অনুমোদনবিহীন ওষুধ বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। </p> <p>রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নাজিরহাটে ফারুক মেডিক্যাল হল ও জনকল্যাণ ফার্মেসি, বিবিরহাটে জনসেবা ফার্মেসি ও করিম ড্রাগ হাউস নামে ৪ ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। সার্বিক সহায়তা প্রদান করেন চট্টগ্রাম জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সোলতানুল আরেফিন।</p> <p>অভিযান পরিচালনাকালে উক্ত প্রতিষ্ঠানসমূহ থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রসাধনী জব্দ করে বিনষ্ট করা হয়।</p> <p>এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলোতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, প্রদর্শন, সংরক্ষণ গর্হিত অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।</p>