<p>আদালত ঘেরাওয়ের হুমকি ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে নওগাঁর প্রসিকিউটর আবু জাইদ মো. রফিকুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট।</p> <p>বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন। কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734524802-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/18/1458838" target="_blank"> </a></div> </div> <p>আগামী ৬ জানুয়ারি মো. রফিকুল ইসলামকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।</p> <p>গত ২ ডিসেম্বর রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে রফিকুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে আবেদন পাঠান সিনিয়র জুডিশিয়াল  ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। এই আবেদনে স্বাক্ষর করেন আরো ৭ জন ম্যাজিস্ট্রেট।</p> <p>পরে আবেদনটি প্রধান বিচারপতির নজরে আনা হলে আদালত অবমাননা সংশ্লিষ্ট বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন বিচার বিভাগের প্রধান। সেই ধারাবাহিকতায় আবেদনটি আদালতে উপস্থাপন করার পর আদেশ রুলসহ আদেশ দেন উচ্চ আদালত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান হাইকোর্টের আদেশটি নিশ্চিত করেন।</p>