<p>মশাই পৃথীবীর সবচেয়ে মানবঘাতি প্রাণী। মশার কামড়ে যত মানুষ মারা যায়, সাপ কিংবা হিংস্র প্রাণীর হাতে এত বেশি মানুষ মারা পড়ে না। </p> <p>মানুষের বিপক্ষে মশা এত সফল কেন?</p> <p>এর পেছনে বেশ কিছু কারণ আছে। সবচেয়ে বড় কারণ, প্রতিকূল পরিবেশে টিকে থাকা আর মশানাশক ওষুধ গুলোর প্রতি প্রতিরোধ গড়ে তোলা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবীর চারপাশেও তৈরি হচ্ছে শনির মতো বলয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734513144-caeb0b32468d250e2ef4815e880dcdfb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবীর চারপাশেও তৈরি হচ্ছে শনির মতো বলয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/18/1458778" target="_blank"> </a></div> </div> <p>এমন আরেকটা কারণ হলো, মশার কামড় টের না পাওয়া। খেয়াল করবেন, মশা যখন কামড় দেয়, বা রক্ত চুষে নেয় আপনার শরীর থেকে, তখন কিন্তু একদমই টের পাবেন না। যখন মশা রক্তে খেয়ে চলে যায়, সেই মুহূর্তে আমরা বুঝতে পারি। </p> <p>এর আগে কেন পারি না?</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেমোথেরাপির ওষুধ কিভাবে তৈরি হয় ও কিভাবে কাজ করে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734438814-734a4c7ff726c7e7aeadf15773e060ff.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেমোথেরাপির ওষুধ কিভাবে তৈরি হয় ও কিভাবে কাজ করে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/17/1458483" target="_blank"> </a></div> </div> <p> এর প্রধান কারণ হলো মশার লালায় এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থ থাকে। এই আমাদের ত্বকের কিছুটা অংশ অবশ করে দেয়। তাই মশা হুল ফোটানো বা রক্ত চোষার সময় ব্যথা অনুভব করি না।।</p> <p>মশার মুখে একটি সূচের মতো অংশ থাকে। একে ‘প্রবোসিস’ বলা হয়। এই প্রবোসিস দিয়ে মশা ত্বকে ছিদ্র করে রক্ত শোষণ করে। কামড়ানোর সময় মশা তার লালা ত্বকের ছেড়ে দেয় করায়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কারও কারও হাত-পায়ে ছয়টি আঙুল কেন হয়?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/18/1734510619-b89c4cc90e26a826ef04a7adfea8c40d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কারও কারও হাত-পায়ে ছয়টি আঙুল কেন হয়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/18/1458770" target="_blank"> </a></div> </div> <p>মশার লালায় অ্যান্টিকোয়াগুল্যান্ট এবং প্রোটিন থাকে। এগুলো রক্ত জমাট বাঁধাতে বাধা দেয়। অর্থাৎ মশার হুল প্রবেশ করার পরও ওখানকার তরল থাকে। ফেলে সহজেই মশা রক্ত শুষে নিতে পারে। একই সঙ্গে ওইসব উপাদান ত্বকের স্নায়ুপ্রান্তকে অসাড় করে দেয়, ফলে আমরা তৎক্ষণাৎ ব্যথা অনুভব করি না। </p> <p>এ বিষয়ে নিউ ইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ের স্নায়ুজীববিজ্ঞানী লেসলি ভোশাল বলেন,‘মশার লালায় থাকা প্রোটিনগুলো ত্বকের স্নায়ুপ্রান্তকে অসাড় করে দেয়, যা কামড়ের সময় ব্যথা অনুভূতিকে কমিয়ে দেয়।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজর যেসব রোগ থেকে বাঁচায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734436412-88ebe0cf1bedd0621504854680d608fb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজর যেসব রোগ থেকে বাঁচায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/17/1458468" target="_blank"> </a></div> </div> <p>মশার কামড়ের সময় ব্যথা অনুভূত না হওয়ার পেছনে মশার লালার এই বিশেষ বৈশিষ্ট্যই মূল কারণ। তাই মশার কামড় থেকে সুরক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।</p> <p>সূত্র: হাউ ইটস ওয়ার্কস</p>