<p>টঙ্গীর ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের পর তাবলিগের মাওলানা সাদ কান্ধলভির চার অনুসারীকে নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। </p> <p>বুধবার সকাল ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের পাঁচজন উপদেষ্টা অংশ নেন।</p> <p>বৈঠকে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত রয়েছেন। তা ছাড়া এতে তাবলিগের মাওলানা সাদের অনুসারী শীর্ষ চার নেতাও বৈঠকে অংশ নেন। <br />  </p>