বর্ষসেরা পুরস্কার জিতে আবেগঘন বক্তব্য ভিনিসিয়ুসের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বর্ষসেরা পুরস্কার জিতে আবেগঘন বক্তব্য ভিনিসিয়ুসের
ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার হাতে ভিনিসিয়ুস জুনিয়র।

ভোটিংয়ে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির কাছে ব্যালন ডি’অর হারান ভিনিসিয়ুস জুনিয়র। তাতে হতাশ হয়ে পড়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে এবার হতাশা কাটিয়ে  ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

আরো পড়ুন
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

 

কাতারের দোহায় মঙ্গলবার রাতে অনলাইনে ফিফার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিনিসিয়ুসকে ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। মঞ্চে উপস্থিত থেকে সেরার পুরস্কার নেন ভিনি নিজেই। 

পুরস্কার গ্রহণের সময় ভিনিসিয়ুস তার অতীত ও বর্তমানের কথা স্মরণ করে আবেগঘন কিছু কথা বলেন। ভিনিসিয়ুস বলেন, ‘এখানে পৌঁছানো একসময় অসম্ভব মনে হতো।

আমি বড় হয়েছি দারিদ্র্য আর সংঘবদ্ধ অপরাধের পরিবেশে। এই পুরস্কার তাদের জন্য, যারা এমন পরিবেশে বড় হয়।’

আরো পড়ুন
ব্যাটিংয়ে নিজে ব্যর্থ হলেও শামিমকে প্রশংসায় ভাসালেন লিটন

ব্যাটিংয়ে নিজে ব্যর্থ হলেও শামিমকে প্রশংসায় ভাসালেন লিটন

 

তিনি আরো বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমার পরিবার, ক্লাব, সতীর্থরা, কার্লেত্তো (অ্যানচেলত্তি)- যিনি সবসময় আমাকে সাহায্য করেন।

যারা আমার স্বপ্ন পূরণে সহায়তা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’  

‘আমি আশা করি অনেক বছর রিয়াল মাদ্রিদে থাকতে পারব, কারণ এটি বিশ্বের সেরা ক্লাব। আমি কৃতজ্ঞতা জানাই, আমার সাবেক ক্লাব ফ্লামেঙ্গো, আমার জাতীয় দলের সতীর্থ এবং আমার দেশকে, যারা সবসময় আমার লড়াইয়ে আমাকে সমর্থন করেছে।’-তিনি যোগ করেন। 

আরো পড়ুন
একনজরে ফিফা বর্ষসেরা পুরস্কার

একনজরে ফিফা বর্ষসেরা পুরস্কার

 

ভিনিসিয়ুস পঞ্চম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন।

২০১৬ সালে পুরস্কারটি চালু হওয়ার পর লিওনেল মেসি তিনবার (২০১৯, ২০২২, ২০২৩), ক্রিস্টিয়ানো রোনালদো দুইবার (২০১৬, ২০১৭), পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানদোস্কি (২০২১, ২০২২) এবং ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ (২০১৮) জিতেছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
সংগৃহীত ছবি

ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের শাণিত ত্রিফলায় বিদ্ধ হয়েছে মেক্সিকোর ক্লাব পাচোকা। ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েসের লক্ষ্যভেদে ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোসরা।

বুধবার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে প্রথম ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল রিয়াল।

দু’বছর আগে ১৮ ডিসেম্বরের কথা ফুটবল ভক্তদের ভুলে যাবার কথা নয়।

মেসির হাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে উঠেছিল বিশ্বকাপের শিরোপা। একই স্টেডিয়ামে একই দিনে শিরোপা ঘরে তুললো আনচেলত্তির শিষ্যরা।

কাতারে গতকালকের ম্যাচে একপেশে লড়াই করে জিতেছে রিয়াল। কখনও কখনও প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাক থেকে তাদের হুমকি দিলেও হতাশ করেনি দল।

৩৭তম মিনিটে চ্যাম্পিয়নস লিগ বিজয়ীরা দলগত চেষ্টায় গোলমুখ খোলে। জুড বেলিংহ্যাম পাস দেন ভিনিসিয়ুসকে। এই ব্রাজিলিয়ান গোলকিপারকে পেছনে ফেলে এমবাপ্পেকে দিয়ে সহজ গোল করান।

এমবাপ্পের অ্যাসিস্টে ৫২তম মিনিটে রদ্রিগো ব্যবধান আরও বাড়ান।

দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডানপায়ের উঁচু ও কোনাকুনি শটে জাল কাঁপান তিনি। ওসামা ইদ্রিসি বক্সের মধ্যে রিয়াল অধিনায়ক লুকাস ভাসকেসকে ফাউল করলে পেনাল্টি থেকে ৮৩তম মিনিটে গোল করেন ভিনিসিয়ুস।

দুই বছর পর এই ট্রফি হাতে নিলো রিয়াল। তাতে করে কার্লো আনচেলত্তি ক্লাবটির সবচেয়ে সফল কোচের মর্যাদা আদায় করলেন। রিয়ালের হয়ে এদিন ইতালিয়ান কোচ জিতলেন ১৫তম ট্রফি।

২০১৩ থেকে ২০১৫ এবং ২০২১ থেকে এ পর্যন্ত তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা, দুটি কোপা আমেরিকা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কোপা, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি বিশ্বকাপ এবং এখন ইন্টারকন্টিনেন্টাল কাপ।

মন্তব্য

বরিশালের হয়ে বিপিএল মাতাবেন শাহীন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বরিশালের হয়ে বিপিএল মাতাবেন শাহীন আফ্রিদি
বরিশালের হয়ে খেলবেন শাহীন আফ্রিদি। ছবি : ক্রিকইনফো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ধরে রাখতে মাঠে নামবে ফরচুন বরিশাল। আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে নামার আগে দলকে ঢেলে সাজাচ্ছে তারা। সেই ধারাবাহিকতায় শাহীন শাহ আফ্রিদিকে দলে নেওয়ার সুসংবাদ দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শাহীন আফ্রিদিকে দলে নেওয়ার বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে বরিশাল।

পাকিস্তানের বাঁহাতি পেসারকে দলে নেওয়ার বিষয়ে লিখেছে, ‘পাকিস্তান পেস বোলিংয়ের জাদুকর এখন ফরচুন বরিশালের অংশ। বিপিএলের দক্ষিণ অঞ্চলের দলের অংশ হতে যাচ্ছে শাহীন শাহ আফ্রিদি। আমরা তাকে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’

শাহীন আফ্রিদিকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কবে থেকে তাকে পাওয়া যাবে তা জানায়নি বরিশাল।

বিপিএল শুরুর সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ আছে। তবে দুই টেস্টের সিরিজে দলে নেই বাঁহাতি পেসার। সে দিক থেকে সম্ভাবনা আছে শুরু থেকে বিপিএল মাতাতে পারেন পাকিস্তানের সাবেক সীমিত সংস্করণের অধিনায়ক। বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে বরিশাল।

মন্তব্য

ভেল্লালাগে বাদ পড়লেও টিকে গেছেন রাজাপক্ষে

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ভেল্লালাগে বাদ পড়লেও টিকে গেছেন রাজাপক্ষে
ভেল্লালাগে বাদ পড়লেও টিকে গেছেন রাজাপক্ষে (ডানে)। ছবি : ক্রিকইনফো

অনেক দিন ধরেই ভানুকা রাজাপক্ষের ব্যাট হাসে না। ব্যাট না হাসলেও তার মুখে হাসি এনে দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বাঁহাতি ব্যাটারকে তেমনি আরেকবার হাসার সুযোগ দিচ্ছে এসএলসি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কোনো ইনিংসেই বড় স্কোর করতে পারেননি রাজাপক্ষে।

৪ রানের বিপরীতে খেলেছেন ১৫ রানের ইনিংস। এর আগের চার ইনিংসে কখনো ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি তিনি। তবুও কিউই সফরে দলের সঙ্গে যাচ্ছেন বাঁহাতি ব্যাটার।

রাজাপক্ষে টিকে গেলেও বাদ পড়েছেন দুনিথ ভেল্লালাগে।

বাঁহাতি স্পিনারের পারফরম্যান্স অবশ্য বাদ পড়ার মতো ছিল না। প্রথম টি-টোয়েন্টি ব্যাট হাতে ১১ রানের বিপরীতে ৩ উইকেটও নেন। তবে পেস সহায়ক কন্ডিশনের কারণে তাকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা।

নিউজিল্যান্ডের বিপক্ষে দেওয়া শ্রীলঙ্কার ১৬ সদস্যের দলটা অবশ্য সর্বশেষ খেলা স্কোয়াড থেকে নেওয়া।

গত নভেম্বর ঘরের মাঠে কিউইদের বিপক্ষে খেলা ১৭ জনের স্কোয়াড থেকে শুধু বাদ পড়েছেন ভেল্লালাগেই। আর বাকি সব ক্রিকেটাররাই কিউই সফরে যাচ্ছেন। তিন ম্যাচ সিরিজের নেতৃত্বে থাকবেন যথারীতি চরিত আসালাঙ্কাই। প্রথম দুই ম্যাচ ২৮ ও ৩০ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে। আর শেষটি ২ জানুয়ারি নেলসনে।

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল-

চরিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, ভানুকা রাজাপক্ষে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিন্দু বিক্রামাসিংহে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, আসিতা ফার্নান্দো ও বিনুরা ফার্নান্দো।

মন্তব্য

রংপুরকে প্রথম হারের স্বাদ দিয়ে শীর্ষে ঢাকা মেট্রো

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
রংপুরকে প্রথম হারের স্বাদ দিয়ে শীর্ষে ঢাকা মেট্রো
ঢাকা মেট্রোর জয়ের আগে দুই ব্যাটার। ছবি : বিসিবি

অন্যদের কপালে জুটলেও নামের পাশে হার ছিল না রংপুর বিভাগ ও ঢাকা মেট্রোর। টানা পাঁচ ম্যাচ জয় নিয়ে আজ মুখোমুখি হয়েছিল দুই দলই। এমন সমীকরণে খেলতে নামায় যেকোনো এক দলকে হার মেনে নিতেই হয়।

সেই হার সঙ্গী হয়েছে রংপুরের।

ঢাকা মেট্রোকে ১২৬ রানের লক্ষ্য দিয়ে ৭ উইকেটের পরাজয় দেখতে হয়েছে তাদের। সাদমান ইসলামের (৫৪) দুর্দান্ত ফিফটিতে ২৭ বল হাতে রেখে বড় ব্যবধানের জয়টি পেয়েছে ঢাকা মেট্রো।

এর আগে সিলেট আর্ন্তাজাতিক স্টেডিয়ামে ঢাকা মেট্রোর জয়ের কাজটা সেরে রাখে বোলাররা। বিশেষ করে ৩টি করে উইকেট নেওয়া আবু হায়দার রনি ও আলিস আল ইসলাম।

প্রতিপক্ষকে ১২৫ রানে আটকানোর ম্যাচে ৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন পেসার আবু হায়দার। শেষ দিকে আলাউদ্দিন বাবু ৪৭ রানের ইনিংস না খেললে এই সংগ্রহটাও করতে পারত না রংপুর।

এতে টানা ৬ ম্যাচ জিতে ১২ পয়েন্টে শীর্ষে ঢাকা মেট্রো। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে রংপুর।

দুই দলের শেষ চারও নিশ্চিত হয়েছে।

রাজশাহীর টুর্নামেন্ট শেষ

সবার আগে জাতীয় ক্রিকেট লিগ শেষ হয়েছে রাজশাহী বিভাগের। আগামীকাল শেষ ম্যাচ খেললেও আজ ঢাকার কাছে হেরে কাগজে-কলমে তাদের বিদায় নিশ্চিত হয়েছে। রংপুরের মতো রাজশাহীও ৭ উইকেটে হেরেছে।

সিলেট একাডেমি মাঠে ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে জাওয়াদ আবরারের (৬২) ফিফটিতে ২৯ বল হাতে রেখে জয় পেয়েছে ঢাকা।

ঢাকার জয়ে অবদান রেখেছেন ৩৩ রান করা রনি তালুকদারও।

এ জয়ে শেষ চারে যাওয়ার সুযোগ আছে ঢাকার। এ জন্য শেষ ম্যাচে বরিশালকে বড় ব্যবধানের সঙ্গে প্রতিদ্বন্দ্বীদের হারও কামনা করতে হবে তাদের। এর আগে প্রথমে ব্যাট করে সাব্বির হোসেন (৩২) ও তাওহিদ হৃদয়ের (৩৭) দুটি ত্রিশোর্ধ্ব ইনিংসে ১৪০ রান করে রাজশাহী।

22
ম্যাচসেরার পুরস্কার হাতে জাওয়াদ আবরার। ছবি : বিসিবি

শেষ চারের আশা বাঁচিয়ে রাখল খুলনা

চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে খুলনা। ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে আজিজুল হাকিম তামিম (৩৬) ও জিয়াউর রহমানের (৩৯*) ত্রিশোর্ধ্ব দুই ইনিংসে সহজ জয় পেয়েছে খুলনা।

খুলনার কাছে হারলেও শেষ চারের সম্ভাবনা এখনো রয়েছে চট্টগ্রামের। এ জন্য শেষ ম্যাচে শীর্ষে থাকা ঢাকা মেট্রোকে হারাতে হবে তাদের। আজ জিতলে নিশ্চিত হতো তাদের। তবে লক্ষ্যটা বড় দিতে পারেনি তারা। ৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা চট্টগ্রামের ছোট্ট সংগ্রহটা এসেছে অধিনায়ক ইয়াসির আলি চৌধুরির ৬১ রানের কল্যানে। যদিও শেষ পর্যন্ত কাজে আসেনি।

সিলেটের কাছে হেরে বিপদে বরিশাল

সিলেটকে হারাতে পারলে শেষ চারে সুযোগ পাওয়ার কাজটা সহজ হতে পারত বরিশালের। উল্টো ২ উইকেটের বড় পরাজয়ে নিজেদের বিপদে ফেলেছে বরিশাল। শেষ ম্যাচে যদি ঢাকাকে হারাতে পারে তাহলে ৬ পয়েন্ট হবে তাদের। এতে করে শেষ চারে যাওয়ার সুযোগও হতে পারে তাদের। এ জন্য অবশ্য তাদের তাকিয়ে থাকতে হবে অন্য প্রতিদ্বন্দ্বীদের হার দেখার জন্য। অন্যথা রাজশাহীর মতো বিদায় ঘটবে তাদের।

আজ সিলেট একাডেমি মাঠে জয়ের জন্য দলীয় খাতায় রানই যোগ করতে পারেনি বরিশাল। কোনো রকমে টেনেটুনে ১০৮ রান করে তারা। সেই লক্ষ্যও আবার তাড়া করতে নেমে বেশ বিপদেই পড়েছিল সিলেট। ১৯তম ওভারের পঞ্চম বলে গিয়ে জয় পায় সিলেট। শেষ দিকে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি অপরাজিত ১৮ রানের ইনিংস না খেললে হারই দেখতে হতো সিলেটকে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ