<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১২৫ জন। এ সময় মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৪৯১ জন। আর মৃত্যু হয়েছে ৫৬৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬৪ জন, ঢাকা বিভাগে ১৬ জন, খুলনায় ১৭ জন, বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রামে আটজন, রাজশাহীতে চারজন, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে কোনো রোগী শনাক্ত হয়নি।</span></span></span></span></p>