<p style="text-align:justify">কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হবে। এরপর সন্ধ্যা সোয়া ৬টায় রয়েছে ‘জুলাই শহীদ সম্মাননা’। সন্ধ্যা ৭টায় শুরু হবে কালের কণ্ঠ কর্মীদের জন্য সম্মাননা অনুষ্ঠান। রাত ৮টায় একসঙ্গে দেড় দশক উদযাপন করা হবে।</p> <p style="text-align:justify">কাল শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে প্রতিনিধি সভা ও সেরা মফস্বল কর্মী পুরস্কার বিতরণ। সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় ফের কেক কাটা হবে। বিকেল ৫টা থেকে কালের কণ্ঠ কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।</p>