<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের ছোট ভাই ও নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় দায়ের করা মামলার ২২ বছর পর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাকির খানের দুই ছোট ভাই জিকু খান, মামুন খান, জাকির খানের সহযোগী জঙ্গল ওরফে লিটন, মোক্তার হোসেন, মনিরুজ্জামান শাহীন, নাজির আহমেদ ও আব্দুল আজিজ। রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক কাইয়ুম খান। আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার আজিজুল হক হান্টু বলেন, সাব্বির আলম খন্দকার হত্যায় করা মামলায় বাদীপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার।</span></span></span></span></span></p>