<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : তাসকিন আহমেদ আসবেন, এ জন্য এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি ভিড় হলো গতকাল ঢাকা ক্যাপিটালস-দুর্বার রাজশাহীর ম্যাচ শেষে। কিন্তু সাংবাদিক বৈঠক অর্ধেক না যেতে চেয়ার ছেড়ে উঠে পড়লেন এই ডানহাতি পেসার। বিদায় নিতে চাইলেন গলা শুকিয়ে গেছে বলে। ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসার আগে বল হাতে আগুন ঝরান তাসকিন। তাঁর বোলিং তোপে গলা শুকিয়েছে ঢাকার ব্যাটারদের। একাই ৭ উইকেটে নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে রেকর্ড গড়েন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যাটিংবান্ধব উইকেটে ৭ উইকেট পেয়ে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি নিয়ে স্বস্তি প্রকাশ করলেন তাসকিন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা পাকিস্তান ও দুবাইয়ে ফ্ল্যাট উইকেটে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাচ্ছি। এমন উইকেটে খেললেই ভালো। সচরাচর তো ব্যাটিং-সহায়ক উইকেটে খেলি না। আন্তর্জাতিক ক্রিকেটে পাই, তখন মানিয়ে নিতে সমস্যা হয়। সব সময় থাকলে ভালো হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল মিরপুরে কুয়াশায় মোড়ানো দুপুরে রোদের দেখা ছিল না। এমন কন্ডিশনে বোলাররা সুবিধা আদায় করবেন, এই অনুমান থেকে হয়তো রাজশাহীর টিম বয় আনোয়ার ম্যাচের আগে তাসকিনকে বলেছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভাইয়া, তুমি আজ (গতকাল) ৪ উইকেট নাও।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তাসকিন একটু মজাই করেছিলেন তখন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাচ্ছিস যেহেতু, বেশিই চা!</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তাই বলে ৭ উইকেট? তাসকিন নিজে কী প্রত্যাশা করেছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভেবেছি, না ভাবলে হতো না। উইকেটের সঙ্গে ভাগ্যেরও ছোঁয়া লাগে। যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৪ সাল স্বপ্নের মতো কেটেছে তাসকিনের। নতুন বছরেও ডানা মেলে উড়ছেন এই পেসার। বিপিএলের দুই ম্যাচে ১০ উইকেট। গতকাল বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ উইকেট পান তিনি। বিপিএলে এমন ঘটনা প্রথম। এ জন্য বেশ গর্বিত হলেন তাসকিন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যেহেতু বাংলাদেশের ছেলে, বিপিএলের ইতিহাসে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও। এটা গর্বের মুহূর্ত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তাসকিনের অর্জনের ম্যাচে শাহাদাত হোসেনের ফিফটি (৪১ বলে ৫০) ও স্টিভেন এস্কিনাজির ৪৬ রানের সৌজন্যে ৯ উইকেটে ১৭৪ রান করে ঢাকা। তবে ৭ উইকেট নিতে মাত্র ১৯ রান দেন তাসকিন। এবার রান-বন্যার বিপিএলে ৭ উইকেট ও ১১ বল আগে লক্ষ্য ছুঁয়ে ফেলে রাজশাহী। এটি আসরে তাদের প্রথম জয়। অধিনায়ক এনামুল হক ৪৬ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। ঝোড়ো ব্যাটিংয়ে ৩৩ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন রায়ান বার্ল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্য বোলাররা যেখানে দুহাতে রান বিলিয়েছেন, একই উইকেটে আগুন ঝরিয়েছেন তাসকিন। উইকেট বোলারদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং বলে জানান তিনি। তবু কণ্ঠে ছিল তৃপ্তির ঢেঁকুর, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উইকেট এমন হলে ভালো হয়। বোলাররাও ভালো করলে করতে পারবে, ব্যাটাররাও সেট হলে রান করতে পারবে। এটা হলে আমরা আন্তর্জাতিকভাবে উপকৃত হব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এত দিন ঘরোয়া ক্রিকেটের উইকেট নিয়ে যে আক্ষেপ ছিল, এবারের উইকেট সেটা ভুলিয়ে দিয়ে স্বপ্ন দেখাচ্ছে তাসকিনদের।</span></span></span></span></p>