আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসর। দেশের ক্রিকেটে এই মহাআয়োজন নিয়ে উন্মাদনার কমতি নেই মানুষের মাঝে। উন্মাদনা রয়েছে শোবিজ অঙ্গনেও। ক্রিকেটের সঙ্গে শোবিজ অঙ্গনের সম্পর্ক বরাবরই এক সূতায় গাঁথা।
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসর। দেশের ক্রিকেটে এই মহাআয়োজন নিয়ে উন্মাদনার কমতি নেই মানুষের মাঝে। উন্মাদনা রয়েছে শোবিজ অঙ্গনেও। ক্রিকেটের সঙ্গে শোবিজ অঙ্গনের সম্পর্ক বরাবরই এক সূতায় গাঁথা।
ঢাকার হাতে শিরোপা দেখতে চাই
মৌসুমী মৌ উপস্থাপক-অভিনয়শিল্পী
ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিবছর বিপিএলের সঙ্গে ছিলাম।
নতুন সরকারের আমলে প্রথম বিপিএল। ফলে সাধারণ মানুষের আলাদা নজর থাকবে এবার। আমি সব সময় ভালোর পক্ষে। জানি, যেটা ভালো সেটাই করবে সরকার। এমনিতে অনেক জাকজমকভাবেই শুরুটা হলো।
এবার বিপিএল মাঠে বসে দেখব
প্রার্থনা ফারদিন দীঘি অভিনেত্রী
এবারের বিপিএল খুব কাছ থেকে দেখা হবে। প্রথম থেকে আমি দলগুলোর দিকে নজর রেখেছি। যেহেতু আমি অফিশিয়ালি ঢাকা ক্যাপিটালসের সঙ্গে আছি। তাই অন্য দলগুলোর দিকেও খেয়াল রাখতে হচ্ছে। আমাদের চেয়ে তারা কতটা এগিয়ে বা পিছিয়ে সেটা নিয়ে নিয়মিত আমরা আলোচনা করি। ঢাকা ক্যাপিটালসের সঙ্গে আছি বলেই বলছি না, আমাদের দলটা আসলেই বেশ গোছানো। নতুন সরকার সব দিক থেকেই গুছিয়ে উঠেছে। সাধারণ মানুষের প্রত্যাশাও বেড়েছে তাদের কাছে। আমার মনে হয়, এবারের আসরটা আওয়াজ দিয়ে শুরু হয়েছে। দেখেন, একের পর এক কনসার্ট, দর্শক সমাগম—বিপিএলের এবারের আয়োজনে সফল বলেই মনে করছি।
ঢাকার হাতেই শিরোপা দেখতে চাইব—এটাই স্বাভাবিক। আমার পছন্দের দলও এটা।
শিরোপা দেখি বরিশালের হাতে
নীল হুরেরজাহান উপস্থাপক
প্রত্যেকটা দলই নিজেদের মতো করে গুছিয়েছে। তবে আমার কাছে এবারও বেশি স্ট্রং মনে হয়েছে ফরচুন বরিশালকে। এই টিমে আমাদের জাতীয় দলের বড় তারকা খেলোয়াড়রা আছেন। তাঁরা যেকোনো সময় জ্বলে উঠলে অন্য দলের আলো নিভে যেতে পারে। ঢাকা ক্যাপিটালসও ভালো। তবে এবার খুলনার দিকেও আলাদা নজর থাকবে আমার। এই দলে অনেক বড় তারকা নেই। তবে টিম ওয়ার্ক করবে বলে আমার ধারণা। আর ক্রিকেট তো টিম ওয়ার্কের খেলা। একা খেলে দল জেতানো যায় না।
নতুন সরকার এবার বিপিএল আয়োজনে যথেষ্ট আন্তরিক বলে মনে হচ্ছে। আমরা চাই, শেষ পর্যন্ত বিপিএল একটা উৎসব হয়ে উঠুক। বাঙালির মধ্যে একটা সাজ সাজ রব তৈরি হোক। এর জন্য সরকারের যা যা করার করতে হবে। আমার কথায় মনে হয় বুঝতে পেরেছেন, ফরচুন বরিশাল পছন্দের দল। এই দলের হাতেই আমি শিরোপা দেখতে চাই।
গৌরব ফিরে পাক বিপিএল
শ্রাবণ্য তৌহিদা উপস্থাপক
আমার মনে হয়েছে এবারের প্রত্যেকটা দল গোছানো। তবে এগিয়ে আছে ঢাকা, বরিশাল ও রংপুর। এই তিন দলের মধ্যে সম্ভাবনা রয়েছে ঢাকারই বেশি। নতুন সরকারের আমলে প্রথম বিপিএল। সাধারণ মানুষের মধ্যে একটা নতুন উদ্দম দেখা যাচ্ছে। দেশে এখন সংস্কার চলছে। আমি চাই বিপিএলও তার গৌরব ফিরে পাক। পাশাপাশি সাধারণ দর্শকদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই। গ্যালারিতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবার, সেদিকে সবাই খেয়াল রাখবেন।
আমি বিশেষ কোনো দলের নাম মেনশন করতে চাই না। তবে যে দলই শিরোপা জিতবে নিশ্চয়ই ভালো খেলেই জিতবে। আমার পক্ষ থেকে তাদের অগ্রিম শুভ কামনা।
সম্পর্কিত খবর
আসন্ন ঈদে ঢালিউডে মুক্তি প্রতীক্ষিত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়লে তাতে আপত্তি জানায় বোর্ড। ভায়োলেন্সের দৃশ্যে আপত্তি জানিয়ে বিশেষ প্রদর্শনী শেষে সংশোধন সাপেক্ষে ইউ রেটিংয়ে সনদপত্র দেয় সিনেমাটিকে।
ঢালিউডের বাইরে বলিউডেও ঘটেছে প্রায় একই ঘটনা! সালমান খানের আসন্ন ছবি ‘সিকান্দার’ ছবিটি ভারতীয় সেন্সর বোর্ডে জমা পড়লে ছবিটিকে কোনো রকম কাট ছাড়াই মুক্তির অনুমতি দেয়। তবে কিছু কিছু দৃশ্যে পরিবর্তন অর্থাৎ সংশোধন করার নির্দেশ দিয়েছে বোর্ড।
এ আর মুরগোদাস পরিচালিত এই ছবিটি ইউ এ ১৩+ রেটিং পেয়েছে। ছবিতে কোনো কাট দেওয়া হয়নি, তার মানেই এই নয় যে ছবিটি কোনো পরিবর্তন ছাড়াই মঞ্জুর হয়েছে।
বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার যেখানে যেখানে ‘হোম মিনিস্টার’ শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখানে ‘হোম’ শব্দটি মিউট করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। এ ছাড়া ছবিতে অনেক জায়গায় রাজনৈতিক দলের হোর্ডিং দেখানো হয়েছে, সেই দৃশ্যগুলিতে রাজনৈতিক দলের হোর্ডিংয়ের দৃশ্য ব্লার করার নির্দেশ দিয়েছে।
ছবিটির মোট সময়কাল ১৫০ মিনিট ০৮ সেকেন্ড (২ ঘণ্টা ৩০ মিনিট ৮ সেকেন্ড)। তবে জানা গেছে, ছবির সময়কাল আরো কম হতে পারে। সালমান খান ছাড়াও ছবিতে রয়েছেন রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল।
অন্যদিকে শাকিব খানের ‘বরবাদ’ এর রান টাইম ১৩৯ মিনিট ১০ সেকেন্ড (২ ঘণ্টা ১৯ মিনিট ১০ সেকেন্ড)। এটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এ ছাড়া রয়েছেন মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত প্রমুখ।
যদি কারোর আলাদা করে কোনো তিক্ত স্মৃতি না থাকে তাহলে শৈশব সব মানুষের কাছেই মধুর। মা-বাবার আদরে, ভালোবাসায় নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায় সেই সময়। সম্প্রতি ফ্যান পেজের হাত ধরে ভাইরাল হয়েছে জনপ্রিয় এক গায়িকার ছবি। মায়ের সঙ্গে সুন্দর দুটি মুহূর্ত উঠে এসেছে বলিউডের খ্যাতনামা এই বাঙালি গায়িকার।
একটি ছবিতে নদীর পাড়ে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে গায়িকার মাকে। তার পরনে সবুজ রঙের ট্রাডিশনাল শাড়ি, খোলা চুলে, ছিমছাম সাজে দেখা গেছে তাকে। আরো একটি ছবিতে বেশ কয়েকটি বেলুন হাতে মায়ের সামনে দাঁড়িয়ে ছোট্ট গায়িকা। একেবারে সহজ-সরল নিষ্পাপ শৈশব।
এই গায়িকা কিন্তু খাঁটি বাঙালি। বিয়েও করেছেন এক বাঙালিকে। তাদের সংসারে রয়েছে ১ পুত্রসন্তান। বলিউডের নামী জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা তিনি।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। ইনি শ্রেয়া ঘোষাল। সদ্য ফ্যান ক্লাবের হাত ধরে ভাইরাল হয়েছে শ্রেয়ার ছোটবেলার এই দুই ছবি।
প্রসঙ্গত, সম্প্রতি ইন্ডিয়ান আইডল-এর মঞ্চে শ্রেয়ার জন্মদিন সেলিব্রেশনের সময় হাজির ছিলেন গায়িকার মা-বাবা।
ব্যাটে-বলে প্রিয় তারকারা লড়ছেন মাঠে, ডাগআউটে আর গ্যালারিতে বসে সমর্থন দিচ্ছেন অন্য তারকারা, এমন দৃশ্য দেখা যায় ভারতের সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)-এ। প্রথমবারের মতো বাংলাদেশেও তারকাদের নিয়ে প্রফেশনাল ক্রিকেটের আদল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে মেনে চলা হবে আন্তর্জাতিক ক্রিকেটর সকল নিয়মকানুন।
বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি (সিসিটি) নামের এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৪ এপ্রিল।
টুর্নামেন্টের ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭ টি ও ২ টি থাকবে প্র্যাকটিস ম্যাচ। তারকাদের এই প্রফেশনাল ক্রীড়া ইভেন্টটি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।
উক্ত অনুষ্ঠানে গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, স্পারটান্স নামে চারটি দল ঘোষণা করা হয়। ওয়ালটন কেবল প্রেজেন্টস সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে (সিসিটি) হারল্যান, স্বপ্নধরা, গোল্ডস্যান্ডস গ্রুপসহ অন্যান্যরা টিম পার্টিসিপেন্টস হিসেবে অংশ নিচ্ছেন। ক্রীড়া ইভেন্টটির পাওয়ার্ড বাই স্পনসর আকিজ এয়ার, জার্সি স্পনসর জেভিকো ইলেকট্রনিক্স লিমিটেড, ইভেন্ট পার্টনার এইস।
এদিকে সংবাদ সম্মেলনে চিত্রনায়ক আমিন খান, ইফরান সাজ্জাদ, রাশেদ সীমান্ত, রাফসান সাবাব, সাঞ্জু জন ছাড়াও টি স্পোর্টস, আয়োজক প্রতিষ্ঠান এবং স্পন্সর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মা হলেন বলিউড অভিনেত্রী ও সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। গতকাল সোমবার কন্যাসন্তানের জন্ম দেন আথিয়া। ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়া দম্পতির এটি প্রথম সন্তান। সংসারে নতুন অতিথির আগমনের এই সুখবর নিজেরাই জানালেন তারকা দম্পতি।
এ খবরের পর মেয়ে-জামাইয়ের পোস্ট শেয়ার করেছেন সুনীল শেঠি। প্রথমবারের মতো নানা হলেন এ অভিনেতা। আথিয়ার ভাই আহানও মামা হওয়ার আনন্দ শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ইন্ডাস্ট্রির বহু তারকা ও বন্ধুরাও এ দম্পতিকে শুভেচ্ছাবার্তা দিচ্ছেন একের পর এক।
কিছুদিন আগে সুনীল শেঠির রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে’-তে বলেছিলেন, তিনি পরবর্তী সিজনে তার নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে আসবেন। বলা যায়, এবার সেই ইচ্ছে পূরণের পথে অভিনেতার। শুধু তাই নয়, আথিয়ার অন্তঃসত্ত্বাকালীন অবস্থার কথা উল্লেখ করে সুনীল বলেন, ‘এই সময়টা প্রতিটি মেয়ের জীবনেই খুব সুন্দর। আমার মেয়ের ক্ষেত্রেও তার অন্যথা নয়।
২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া ও রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দুজনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় একই বছরের জুনে। এরপর ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, যা তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়।