<p>ভোলার সদর উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গোলা ও চারটি হাতবোমাসহ মো. তোফায়েল আহমেদ ফরাজী (৫০) নামের একজনকে আটক করা হয়েছে। আটক তোফায়েল আহমেদ রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সৈয়দ আহমেদ ফরাজীর ছেলে।</p> <p>আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মিনহাজুর রহমান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সড়ক দেবে ভাঙল কবরস্থান ও দোকান, ঝুঁকিতে আশপাশের ভবন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736405567-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সড়ক দেবে ভাঙল কবরস্থান ও দোকান, ঝুঁকিতে আশপাশের ভবন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/09/1466826" target="_blank"> </a></div> </div> <p>মিনহাজুর রহমান জানান, দীর্ঘদিন যাবৎ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজীচর এলাকায় কুখ্যাত সন্ত্রাসী তোফায়েল আহমদ ফরাজীর নেতৃত্বে একটি সক্রিয় সন্ত্রাসী দল জমি দখল, চাঁদাবাজি, অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৪ টা পর্যন্ত ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টার কলোনি এলাকায় কোস্ট গার্ড ও  পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা নামল ৯ দশমিক ১ ডিগ্রিতে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/09/1736403416-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা নামল ৯ দশমিক ১ ডিগ্রিতে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/09/1466822" target="_blank"> </a></div> </div> <p>অভিযানে ওই এলাকা থেকে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা গোলা, চারটি হাতবোমা এবং একটি পাসপোর্টসহ কুখ্যাত সন্ত্রাসী তোফায়েল আহমদ ফরাজীকে আটক করা হয়। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।</p>