<p>মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। এ ছাড়া সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এবং যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৭৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত—</p> <p>মেহেরপুর : গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার আকুবপুর গ্রামে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। নিহত সিয়াম হোসেন (১৮) উপজেলার পীরতলা গ্রামের সৌদিপ্রবাসী আলেক হোসেনের ছেলে এবং আব্দুল্লাহেল বাকী (১৮) একই গ্রামের আরেক সৌদিপ্রবাসী সোহরাব হোসেনের ছেলে। </p> <p>পুলিশ জানায়, মোটরসাইকেলে নিহতরা কুষ্টিয়া যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রফ রফ পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সিয়াম হোসেন। গুরুতর আহত আব্দুল্লাহহেল বাকীকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।</p> <p>সিলেট : সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় বাসচাপায় রুমেল আহমদ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার জাফলংয়ের উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমেল উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদের ছেলে।</p> <p>হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে রুমেল তাঁর এক সহপাঠীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। উপজেলার চিকনাগুল উমনপুর টার্নিং পয়েন্টে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী একটি বাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুমেল নিহত হন। আহত অপর যাত্রীর পরিচয় জানা যায়নি।</p> <p>কেশবপুর (যশোর) : কেশবপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে যশোর-চুকনগর সড়কের কেশবপুর পৌরসভার মধ্যকুল গুটলেতলা এলাকায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে।</p> <p>এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান।</p> <p> </p>