<p>ফরচুন বরিশালের ঢাকা পর্বের প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি একাদশে। সিলেট পর্বে দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচে ৩ ওভারে ২৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ঠিকই ছন্দ ফিরে পেয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ৪ ওভারে ১৫ রান দিয়ে এক মেডেনসহ নিয়েছেন ৩ উইকেট।</p> <p>সিলেটের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পরও প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসে থাকা নিয়ে আক্ষেপ নেই রিশাদের। এই লেগস্পিনার মনে করে দলের কম্বিনেশনের জন্য একাদশের বাইরে ছিলেন। তিনি বলেন, ‘টিম কম্বিনেশনের কারণেই বাইরে ছিলাম। আমার এতটা অস্বস্তি লাগেনি। দলের জন্য যা দরকার তাই হবে। ক্যাপ্টেন-কোচ তেমন কিছু বলেনি। শুধু বলেছে টিম কম্বিনেশনের জন্যই বাইরে ছিলাম।’ </p> <p>বিপিএলে বরিশালের হয়ে প্রথম দুই ম্যাচে খেলা হয়নি। সুযোগ পেয়ে বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেন, তাই আক্ষেপ থাকতে পারে রিশাদের। তবে তিনি শোনালেন এতে আক্ষেপ নেই তার। চিন্তাও করেন না এই সব নিয়ে। ‘এত কিছু তো চিন্তা করি না। প্রতিদিন খেলার প্রস্তুতি থাকে। টিম কম্বিনেশনের জন্য না খেললে এটা তো আমার হাতে নেই।’ </p> <p>বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ হোসেন। বিপিএল আর বিগ ব্যাশ একই সময়ে হওয়ায় যদিও প্রথম থেকেই ছিল তার খেলা নিয়ে শঙ্কা। শেষ পর্যন্ত তিনি বিপিএলকে বেঁচে নেন। ফলে বিদেশি লিগে খেলার সুযোগ হাতছাড়া হয় রিশাদের। যদিও এত আক্ষেপ নেই তার। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি কোনো কিছু নিয়ে আমি আক্ষেপ করি না। যেদিন যেটা থাকে সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে এখন বিপিএল নিয়েই চিন্তা করছি। বিগ ব্যাশ খেলা হয়নি, রিজিকে ছিল না। পরের বার হবে ইনশাআল্লাহ।’</p>