<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোড়া খুনের দায়ে চারজনের মৃত্যুদণ্ড এবং আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক মাহবুবুর রহমান এ আদেশ দেন। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আট আসামির প্রত্যেককে ২৫ হাজার করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪৩ জনকে খালাস দেওয়া হয়। ওই আদালতের অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল এ তথ্য জানান। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের হাসানুর হাসু, কাওছার আলী, মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহিদুল ইসলাম জালিম। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন একই গ্রামের আশরাফ, মোতালেব, রেজাউল, দুলাল, মনিরুল, সাদ্দাম, বেল্লাল ও আওয়াল। জানা যায়, চকপাঙ্গাসী গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আবুল কালামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ২০১৭ সালের ২১ জানুয়ারি সকালে সাইফুল ইসলাম ও তাঁর ভাই সোনা মিয়া, আবুল কালাম ও মকবুল হোসেনসহ অন্যরা বাড়িতে বসেছিলেন। এ সময় আসামি হাসানুর রহমানের নেতৃত্বে অন্য আসামিরা দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন ও সাইফুল ইসলামের মৃত্যু হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>