<p>বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান আমদানি রপ্তানিতে পুরস্কৃত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। </p> <p>বসুন্ধরা গ্রুপের ব্যবসায়িক শাখা টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড (টিএসএলএল) মোংলা বন্দরের সর্বাধিক রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ২০২৩-২৪ অর্থবছরে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড মোংলা বন্দরে প্রায় ৫০টি মাদার ভ্যাসেল পরিচালনা করেছে। এ কার্যক্রমের মাধ্যমে মোংলা বন্দর কর্তৃপক্ষকে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব প্রদান করেছে।</p> <p>এছাড়াও, বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড (বিএমটিএল), গত অর্থবছরে সর্বাধিক কয়লা আমদানির জন্য সেরা আমদানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার অর্জন করেছে। এই কার্যক্রমের মাধ্যমে মোংলা বন্দরে বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড আরো প্রায় ১৩ কোটি টাকার রাজস্ব যোগ করেছে। </p> <p>উল্লেখ্য, এটি পরপর দ্বিতীয়বারের মতো বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড এবং টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড -এর এই সম্মান অর্জন।</p> <p>২০১৬ সালে যাত্রা শুরু করার পর থেকে টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড এবং বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড বসুন্ধরা গ্রুপের দ্রুত অগ্রসরমান দুটি ব্যবসায়িক শাখা হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে। বসুন্ধরা গ্রুপ ব্যবসার সাফল্যের পাশাপাশি মোংলা বন্দরকে এভাবে সমৃদ্ধ করতে পেরে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পেরে বসুন্ধরা গ্রুপ গর্বিত। এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে প্রতিষ্ঠানটির সম্মানিত ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এর দূরদর্শী নেতৃত্বে।</p> <p>টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের নিজস্ব মাদার ভ্যাসেল এবং কোস্টাল/ইংল্যান্ড ভ্যাসেলের বহর। সারা দেশে বিস্তৃত নদীপথে পরিবহণ সেবা, যেখানে নিজস্ব ভ্যাসেল ছাড়াও বিদেশি চার্টার্ড ভ্যাসেল পরিচালনা করা হয়। স্বয়ংক্রিয় আনলোডিং সুবিধাসম্পন্ন আধুনিক ভ্যাসেল তৈরির মাধ্যমে দেশের প্রথম উদ্ভাবনী জাহাজ নির্মাণ প্রকল্প। এই ভ্যাসেল প্রতি ঘণ্টায় ৩,০০০ মেট্রিক টন পণ্য খালাস করতে সক্ষম। ইতোমধ্যে এমন ১০টি ভ্যাসেল নির্মাণ সম্পন্ন হয়েছে, যা নিজস্ব কার্যক্রমের পাশাপাশি রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা বন্দরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কার্গো পরিবহণ করছে।</p> <p>মোংলা বন্দরের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী হিসেবে বসুন্ধরা গ্রুপ– টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড এবং বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড এর পক্ষ থেকে সেরা আমদানিকারক প্রতিষ্ঠানের পুরস্কারটি গ্রহণ করেন টগি শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড-এর হেড অফ ডিপার্টমেন্ট ক্যাপ্টেন মো. মাহবুবুল আলম।</p> <p>এ সময় তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান মোংলা বন্দর ব্যবহার করে টগি শিপিং এবং বসুন্ধরা মাল্টিট্রেডিং অঙ্গ প্রতিষ্ঠান মোংলা বন্দরের গত অর্থ বছরে জন্য বেশিরভাগ রেভিনিউ হিসেবে মোংলা বন্দরের আমদানি রপ্তানিতে বিশেষ ভূমিকা রেখেছি। এবং আগামীতেও মোংলা বন্দর এবং সাধারণ মানুষের পাশে থেকে দেশ ও মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য প্রস্তুত।’ </p> <p>তিনি আরো বলেন, ‘আমাদের এই অবদান ভবিষ্যতেও ধরে রাখতে পারি সে লক্ষ্যেই বসুন্ধরা গ্রুপ কাজ করছে এবং করে যাবে। বসুন্ধরা গ্রুপের অব্যাহত সাফল্য ও দেশের উন্নয়নে অবদান রাখার এই ধারাবাহিকতায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’</p>