<p style="text-align:justify">নেত্রকোনা পৌর শহরের বড়বাজার এলাকার নিজ বাড়ি থেকে সাবেক কলেজশিক্ষক দিলীপ কুমার রায়ের (৭১) রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে দিলিপ কুমার রায়ের স্ত্রী দীপা রানী রায় বাসায় এসে বাইরে থেকে তালা দেওয়া দেখেন। তালা ভেঙে ঘরে গিয়ে খাটের নিচে দিলিপকে পড়ে থাকতে দেখেন।</p> <p style="text-align:justify">পরে বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী ও স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কেউই জানে না এমন মৃত্যুর কারণ কী।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736500429-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/10/1467144" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়বাজার এলাকায় নিজ বসতঘরে একাই রাত্রি যাপন করছিলেন আবু আব্বাস ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক দিলীপ কুমার রায়। সকালে স্বজনরা ডাকাডাকি করার পর দরজার তালা ভেঙে ঘরে ঢুকেই রক্তাক্ত মরদেহ দেখতে পায়। মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।</p> <p style="text-align:justify">হাসপাতালের চিকিৎসক তাসমিয়া হোসেন অনন্যা বলেন, ‘আমাদের এখানে বেলা সাড়ে ১১ টার দিকে নিয়ে এলে আমরা মৃত পাই। পরে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে মৃত্যুর কারণ।'</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কালের কণ্ঠকে সব সময় পাশে পেয়েছি : নাদিয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/10/1736498651-d6969bc16ca60e2baa2f70575df9479c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কালের কণ্ঠকে সব সময় পাশে পেয়েছি : নাদিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2025/01/10/1467140" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে ও খতিয়ে দেখা হচ্ছে।' </p> <p style="text-align:justify">অন্যদিকে বৃহস্পতিবার রাতে দুর্গাপুর পৌর শহরে উকিলপাড়া সড়কে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টার মধ্যে দুটি হত্যাকাণ্ডে স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে।</p>