<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তালেবানশাসিত আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রম প্রকল্পের ব্যাপারে দেশটিকে সহযোগিতা করতে গত বুধবার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। সংযুক্ত আরব আমিরাতে বুধবার ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী ও তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। দুই দেশই তাদের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক মজবুত করতে চলেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মধ্যে বৈঠকের পর জানিয়েছে, নয়াদিল্লি আফগান জনগণের জরুরি উন্নয়নমূলক প্রয়োজনে সাড়া দিতে প্রস্তুত। উন্নয়নমূলক কার্যক্রমের জন্য বর্তমান প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হয় যে চলমান মানবিক সহযোগিতা কর্মসূচি ছাড়াও নিকট ভবিষ্যতে ভারত উন্নয়ন প্রকল্পে নিজেকে সম্পৃক্ত করার বিষয়টি বিবেচনা করবে। তালেবানের অনুরোধে সাড়া দিয়ে নয়াদিল্লি আফগানিস্তানে শরণার্থীদের পুনর্বাসন এবং স্বাস্থ্যক্ষেত্রে আরো বস্তুগত সহায়তা প্রদানে সম্মত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকের পর এক ঘোষণায় তালেবান প্রশাসন বলেছে, আফগানিস্তানে অবিরতভাবে মানবিক সহায়তা প্রদানের জন্য মুত্তাকি নয়াদিল্লির প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। সূত্র : ভয়েস অব আমেরিকা</span></span></span></span></span></p>