<p>রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় অরিয়লের একটি তেলের টার্মিনালে হামলা চালিয়েছে ইউক্রেন। গত শুক্রবার রাতের এই হামলায় টার্মিনালে আগুন ধরে যায়।</p> <p>অরিয়লের গভর্নর টেলিগ্রামে এক বার্তায় জানান, অরিয়লে বড় ধরনের ড্রোন হামলার কারণে এই অঞ্চলের একটি তেলের টার্মিনালে আগুন ধরে যায়।</p> <p>ইউক্রেনের চিফ অব স্টাফ জানান, রুশ ভূখণ্ডের ১৬৫ কিলোমিটার ভেতরের স্তালনয়ের একটি তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। তিনি বলেন, এটি অরিয়ল শহরের অন্যতম বৃহৎ তেলের টার্মিনাল। এটি সামরিক শিল্প কমপ্লেক্সের একটি অংশ এবং এখান থেকে রুশ সেনাবাহিনীকে রসদ সরবরাহ করা হয়।</p> <p>অরিয়লের আঞ্চলিক গভর্নর আন্দ্রি ক্লিচকভ বলেন, হামলার সময় ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। গতকাল শনিবার ভোর ৫টার দিকে তেলের টার্মিনালের আগুন নিয়ন্ত্রণে আনা হয়, যদিও তখনো আগুন পুরোপুরি নিভে যায়নি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র : এএফপি</p> <p> </p> <p> </p>