<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিজয় দিবসে গতকাল সোমবার নানা আয়োজন করা হয়। শ্রদ্ধা নিবেদন করা হয় বীর শহীদদের প্রতি। বিভাগীয় অফিস থেকে পাঠানো সংবাদ :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম : মহান</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিজয় দিবসে চট্টগ্রামের কাট্টলীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, কেন্দ্রীয় শহীদ মিনার ও মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে। গতকাল বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কাট্টলীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মহান বিজয় দিবস উদযাপনে ছিল দিনব্যাপী নানা আয়োজন। এদিকে চট্টগ্রামের পুরনো সার্কিট হাউস মাঠে বিজয় মেলায় ছিল জনস্রোত। এ ছাড়া সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনাসভাসহ নানা অনুষ্ঠান ছিল। সর্বত্র ছিল উৎসবের আমেজ। সব মিলে চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৪০৫ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজয় দিবসে চট্টগ্রাম জেলার ৪০৫ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল দুপুরে নগরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্রশিবিরের বিজয় শোভাযাত্রা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্রশিবির</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চট্টগ্রাম মহানগর আয়োজিত বিজয় শোভাযাত্রা-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের এই ভূখণ্ডের ইতিহাস বারবার লড়াই-সংগ্রামের ইতিহাস। এই ভূখণ্ডের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ৫৪তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর এই শোভাযাত্রার আয়োজন করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজয়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, জেলা ও স্থানীয় প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। সোমবার এ উপলক্ষে গল্লামারী স্বাধীনতাসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী বীর সেনানীদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করে। প্রত্যুষে খুলনার বয়রার মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেট : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মুক্তিযুদ্ধে জীবনকে তুচ্ছ করে লড়াই করা সিলেট নগরের ৪৫৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল সিলেট সিটি করপোরেশন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।  সোমবার দুপুর ২টায় নগরের ঐতিহ্যবাহী শারদা স্মৃতি ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী বীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটে ছাত্রশিবিরের শোভাযাত্রা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নগরে বিশাল বিজয় শোভাযাত্রা বের করে ছাত্রশিবির সিলেট মহানগর। সকালে শোভাযাত্রা নগরের আম্বরখানা পয়েন্ট থেকে বের হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূর্যোদয়ের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সঙ্গে সঙ্গে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত দল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদর্শন করে।</span></span></span></span></span></p>