<p>মস্কোতে বোমা বিস্ফোরণে রুশ সশস্ত্র বাহিনীর একজন উচ্চপদস্থ জেনারেল নিহত হয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন, রাশিয়ার তদন্ত কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। রাশিয়ার তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনী হলো একটি বিশেষ বাহিনী, যারা তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক দূষণের পরিস্থিতিতে কাজ করে। </p> <p>আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মস্কোর রিয়াজানস্কি অ্যাভিনিউর একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে।</p> <p><img alt="ু" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/17/my1153/Untitled-9.jpg" width="1000" /></p> <p><em>ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : এএফপি</em></p> <p>তদন্ত কমিটি জানিয়েছে, ‘বিস্ফোরণে রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী দুইজনই নিহত হয়েছেন। একটি আবাসিক ভবনের প্রবেশদ্বারের কাছে পার্ক করা একটি স্কুটারে বিস্ফোরক যন্ত্রটি লাগানো ছিল এবং ১৭ ডিসেম্বর সকালে মস্কোর রিয়াজানস্কি অ্যাভিনিউতে সক্রিয় করা হয়েছিল। যন্ত্রটির বিস্ফোরণে জ্যেষ্ঠ রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন’ </p> <p>প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত অক্টোবরে যুক্তরাজ্য কিরিলোভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং জানায়, তিনি ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের ব্যবহার ও তদারকি এবং ‘ক্রেমলিনের বিভ্রান্তিমূলক তথ্যের গুরুত্বপূর্ণ মুখপাত্র’ হিসেবে কাজ করছেন।</p> <p>সোমবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ কিরিলোভকে অভিযুক্ত করে টেলিগ্রামে বলে, তিনি ‘নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের ব্যাপক ব্যবহারের জন্য দায়ী’। তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে।</p> <p><img alt="ড" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/17/my1153/Untitled-8 (1).jpg" width="1000" /><em>তুষারের মধ্যে একজনের মৃতদেহ পড়ে আছে। ছবি : এএফপি</em></p> <p>রুশ তদন্ত কমিটি বলেছে, ‘দুই সেনা সদস্যকে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে তদন্তকারী, ফরেনসিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দারা যৌথভাবে তদন্ত করছে।’ রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলিতে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ছিন্নভিন্ন হয়ে যাওয়া প্রবেশদ্বারে রক্তমাখা তুষারের মধ্যে দুটি মৃতদেহ পড়ে আছে। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।’ </p> <p>কিরিলোভ ২০১৭ সাল থেকে এই পদে রয়েছেন। ইউক্রেনে মস্কোর বিশেষ সামরিক অভিযানের তৃতীয় বার্ষিকীর কাছাকাছি সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটল।</p> <p>সূত্র : আলজাজিরা, এএফপি।</p> <p> </p>