<p>ঘুম কি কেবল প্রাণীদের বৈশিষ্ট্য? নাকি উদ্ভিদেরাও ঘুমায়? মনে রাখতে হবে প্রাণিদের ঘুম এক ধরনের বিশ্রাম, গভীর বিশ্রাম। প্রাণীদের মতো করে না হলেও গাছেরাও বিশ্রাম নেয়। </p> <p>মানবদেহে বায়োলজিক্যাল রিদম বলে একটা ব্যাপার আছে যেটাকে আমরা দেহঘড়ি বলি—এটাকে সার্কাডিয়ান রিদমও বলে। সূর্যের আলো ও রাতের অন্ধকারের ওপরে নির্ভর করে শারীরবৃত্তীয় কাজগুলো সংঘটিত হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তিন সূর্যের সৌরজগৎ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734340836-28c03d3961c2e936cc6234f52d82e965.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তিন সূর্যের সৌরজগৎ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/16/1458077" target="_blank"> </a></div> </div> <p>গাছেদের ক্ষেত্রে বএমন একটা ব্যাপার আছে। সেটাও দিনের আলো ও রাতের অন্ধকারের ওপর নির্ভর করে। বায়োলজিক্যাল রিদমের ওপরে ভর করে গাছেরা দিনের একটা সময় বিশ্রাম নেয়। </p> <p>গাছেরা রাতে সম্পূর্ণ ঘুমায় না, তবে এমন কিছু আচরণ এরা করে, যেটাকে অনেকে ঘুমের সঙ্গে তুলনা করেন। এ সময় গাছের পাতাগুলো রাতে কিছুটা নুইয়ে পড়ে এবং ঝুলে যায়। গাছের ভেতরে পানির প্রবাহ এবং গ্যাস আদান-প্রদান ধীরগতিতে চলে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাছের এই বিশ্রাম অবস্থা শেষ হয় এবং তারা আবার সক্রিয় হয়ে ওঠে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গ্রহেরও লেজ আছে: অদ্ভুত আবিষ্কারে তোলপাড় বিজ্ঞানজগৎ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734340023-3962e39925f070cfbba6b535fe9098da.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গ্রহেরও লেজ আছে: অদ্ভুত আবিষ্কারে তোলপাড় বিজ্ঞানজগৎ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/16/1458075" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে বিজ্ঞান কী বলে?</p> <p>গাছের এই ধরনের আচরণ সম্পর্কে গবেষণা হয়েছে দীর্ঘদিন ধরে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা গাছের ‘ঘুম’ সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য আবিষ্কার করেছেন।</p> <p>গাছের কোষগুলোও এই সার্কাডিয়ান রিদম অনুযায়ী কাজ করে। দিনের বেলা এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে—এজন্য সূর্যের আলো থাকা জরুরি। রাতের বেলা তারা সেই খাবার সংরক্ষণ এবং কোষ পুনর্গঠনের কাজ করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোয়ান্টাম গ্র্যাভিটি আসলে কী?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734338898-ea30d07c62a62d002dd9570f94ab9e9b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোয়ান্টাম গ্র্যাভিটি আসলে কী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/16/1458069" target="_blank"> </a></div> </div> <p>যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট সায়েন্সের গবেষক ড. লুসি কোলের মতে, ‘গাছের সার্কাডিয়ান রিদম শুধু বিশ্রামের জন্য নয়, বরং এটি তাদের কোষ পুনর্গঠন এবং বৃদ্ধির একটি প্রধান মাধ্যম। দিনের আলোতে সালোকসংশ্লেষণ চললেও, রাতে গাছ সেই উৎপাদিত শক্তি পুনঃবণ্টন করে এবং কোষ মেরামত প্রক্রিয়া চালায়।’</p> <p>২০১৬ সালে ফিনল্যান্ডের ফিনিশ জিওস্পেশাল রিসার্চ ইনস্টিটিউট এবং অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজির একদল গবেষক একটা পরীক্ষা চালান। তাঁরা লেজার স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে গাছের পাতার অবস্থান এবং শাখার নড়াচড়া পর্যবেক্ষণ করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যমজদের ভেতর বাঁহাতি হওয়ার প্রবণতা বেশি কেন?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734338050-4a9ce85c122e8b6c633518f8012b4180.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যমজদের ভেতর বাঁহাতি হওয়ার প্রবণতা বেশি কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/16/1458068" target="_blank"> </a></div> </div> <p>দেখা যায়, রাতের বেলা গাছের পাতাগুলো নিচের দিকে নুইয়ে পড়ে। কারণ, গাছ পানি শোষণ এবং পরিবহণ প্রক্রিয়াকে ধীরগতিতে নিয়ে আসে।</p> <p>এ বিষয়ে ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজি গবেষক ড. এনরি জিনো বলেন, ‘আমরা আধুনিক লেজার স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে দেখেছি যে গাছের পাতা রাতে নুইয়ে পড়ে এবং এটি প্রাকৃতিক সার্কাডিয়ান রিদমের অংশ। এই আচরণ গাছের পানি সংরক্ষণ এবং কোষের কার্যক্রমকে ধীরগতিতে আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভ্রু ও হাত-পায়ের লোম বাড়ে না কেন?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734336505-b241da9913cc47a13520f344e699f661.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভ্রু ও হাত-পায়ের লোম বাড়ে না কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/16/1458064" target="_blank"> </a></div> </div> <p>দিনের বেলায় সালোকসংশ্লেষণের মাধ্যমে গাছ প্রচুর শক্তি তৈরি করে। কিন্তু রাতে সেই শক্তি ব্যবহার করে নিজেদের পুনরুদ্ধার এবং বৃদ্ধির কাজ করে।</p> <p>রাতের বেলা গাছগুলোতে স্টোমাটা নামক রন্ধ্রগুলো আংশিক বন্ধ থাকে, যার কারণে কার্বন ডাই অক্সাইড গ্রহণের হার কমে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফুসফুসে পানি জমলে কী করবেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734334438-d313920de74f75604d2d60fd26c58558.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফুসফুসে পানি জমলে কী করবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/16/1458053" target="_blank"> </a></div> </div> </div> </div> <p>ফিনিশ জিওস্পেশাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষক  ড. আন্দ্রেস রুথ বলেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, রাতের বেলা গাছের শাখা-প্রশাখা এবং পাতাগুলোতে আংশিক নড়াচড়া হয়। এটি মূলত পানি প্রবাহ এবং গাছের কোষীয় চাপের কারণে ঘটে। গাছগুলো এই সময় শক্তি সংরক্ষণ করে এবং পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নেয়।’</p> <p>গাছেরা কেন ‘ঘুমায়’?</p> <p>গাছের ঘুম বা বিশ্রাম তাদের শক্তি সংরক্ষণ করতে সাহায্য করে। গাছের কোষগুলো রাতে পুনর্গঠিত হয়, যা তাদের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য প্রয়োজন। এটি গাছের জীবনচক্রকে টিকিয়ে রাখতে সাহায্য করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দিগন্তে আকাশ ও মাটি মিশে যায় কেন?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734173459-d0096ec6c83575373e3a21d129ff8fef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দিগন্তে আকাশ ও মাটি মিশে যায় কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/14/1457391" target="_blank"> </a></div> </div> <p>মোদ্দা কথা হলো, গাছের ঘুম প্রাণীদের মতো সরাসরি বোঝা যায় না, কিন্তু গবেষণায় প্রমাণিত গাছের জৈবিক আচরণও রাত এবং দিনের পরিবর্তনের উপর নির্ভরশীল। এটি গাছের জন্য একটি ‘বিশ্রাম’ অবস্থা। এটা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।</p> <p>সূত্র: বিবিসি ফোকাস</p> <p><br />  </p>