<p>কুলাউড়ায় মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য, আওয়ামী লীগ নেতা বদরুল আলম সিদ্দিকী নানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাতে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই সুজন তালুকদার ও মোস্তাফিজসহ পুলিশের একটি দল ভাটেরা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।</p> <p>গ্রেপ্তারকৃত নানু উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাগেরহাটের কচুয়ায় ১৪৪ ধারা জারি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/17/1734420456-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাগেরহাটের কচুয়ায় ১৪৪ ধারা জারি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/17/1458376" target="_blank"> </a></div> </div> <p>ওসি মো. গোলাম আপছার বলেন, ‘গ্রেপ্তারকৃত নানুর বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।’</p>