<p>ফুটবল থেকে অবসরের পর অনেকবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নেতৃত্বে আসার ইচ্ছা প্রকাশ করলেও কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি রোনালদো নাজারিও। কিছুদিন আগেও ইচ্ছা প্রকাশ করেছিলেন- সভাপতি হতে চান তিনি। তবে এবার আনুষ্ঠানিকভাবে দিলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা। </p> <p>সম্প্রতি জিই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবেন বলে জানিয়েয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। </p> <p>২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিবিএফের নির্বাচনে অংশ নিতে হলে রোনালদোকে অন্তত চারটি রাজ্য ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন পেতে হবে। </p> <p>রাজ্য ফেডারেশন ও ক্লাবের সমর্থন নিশ্চিত করতে রোনালদো ব্রাজিল জুড়ে সফর শুরু করার পরিকল্পনা করছেন। জিই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘এই ঘোষণা দেওয়ার উদ্দেশ্যই হলো-ফেডারেশন ও ক্লাবের প্রেসিডেন্টদের কাছে একটি বার্তা পাঠানো যে আমি সিবিএফ প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছি। আমার চমৎকার কিছু পরিকল্পনা রয়েছে। ভোটের আগে আমি প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই। আমি ব্রাজিলের বিভিন্ন জায়গায় ভ্রমণ করব এবং তাদের মতামত জানার চেষ্টা করব।’  </p> <p>সফর ফুটবল ক্যারিয়ার শেষে অবসর নেওয়ার পর ব্যাবসায়িক ভূমিকায় সফল হওয়া রোনালদো ব্রাজিল ফুটবল নিয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তিনি চান ব্রাজিলিয়ান ফুটবলকে তার অতীতের হারানো গৌরবে ফিরিয়ে দিতে। তিনি বলেন, ‘আমার শত শত তাড়না রয়েছে, তবে সবচেয়ে বড় তাড়না হলো বিশ্বব্যাপী ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি অতীতের সম্মান ফিরিয়ে আনা। রাস্তায় সবচেয়ে বেশি যা শুনি তা হলো- মানুষ আমাকে আবার খেলতে অনুরোধ করে, কারণ জাতীয় দলের বর্তমান অবস্থা মাঠের ভেতরে এবং বাইরে দুই জায়গায়ই খুব একটা ভালো নয়।’</p> <p>এ ছাড়া রোনালদো জানিয়েছেন, তিনি তার মালিকানাধীন স্পেনের রিয়াল ভায়োদলিদ ক্লাব বিক্রির জন্য চেষ্টা করে যাচ্ছেন, যাতে তিনি পুরোপুরি তার প্রচারাভিযানে মনোনিবেশ করতে পারেন। তিনি বলেন, ‘আমি শতভাগ প্রস্তুত এবং অনুপ্রাণিত। আমি সাবেক খেলোয়াড়দের এবং ফুটবল কিংবদন্তিদের সঙ্গে কাজ করতে চাই, যাতে সিবিএফ ব্রাজিলের সবচেয়ে প্রিয় প্রতিষ্ঠান হয়ে ওঠে।’  </p> <p>রোনালদোর সিবিএফ প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা নতুন কিছু নয় এবং ফুটবল মহলে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। ব্রাজিল জাতীয় দলের সাবেক কোচ দুঙ্গা মনে করেন, রোনালদোর নামের কারণে তাকে নির্বাচিত করার আগে তার ‘ক্রুজেইরো’ এবং ‘ভায়োদলিদ’-এ করা কাজের মূল্যায়ন করা উচিত।</p> <p>সাবেক ফুটবলার কাকাও রোনালদোর পরিকল্পনা দেখার আগেই মন্তব্য করতে চান না। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি জানি না কী ঘটছে। যদি তিনি আগ্রহী হন, তাহলে আমি তার পরিকল্পনা এবং প্রস্তাবগুলো দেখার পর মন্তব্য করব।’  </p> <p>অন্যদিকে, করিন্থিয়ান্সের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস সানচেজ সরাসরি সমর্থন জানিয়েছেন রোনালদোকে। তিনি বলেন যে তিনি নিজেও সিবিএফ নেতৃত্বে আসার ইচ্ছা পোষণ করেছিলেন, তবে রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন না এবং তাকে সমর্থন করবেন। </p> <p>বর্তমান সিবিএফ প্রেসিডেন্ট এনদালদো রদ্রিগেজ তার মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন দেবেন, যা ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। ভোটের গঠন অনুসারে, ব্রাজিলের ২৬টি রাজ্য এবং ফেডারেল ডিস্ট্রিক্টের ফেডারেশনগুলোর ভোটের মূল্যমান তিন, সিরি এ-এর ২০টি ক্লাবের ভোটের মূল্যমান দুই এবং সিরি বি-এর ২০টি ক্লাবের ভোটের মূল্যমান এক।</p>