<p>ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটকে কাজ করে নিজেকে নিয়ে গেছেন শীর্ষস্থানে। ছোট পর্দার এক নম্বর এ নায়িকা এবার আসছেন বড় পর্দায়। তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’ ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে সিনেমাটির মুক্তি ও সমসাময়িক কাজ প্রসঙ্গে কথা বললেন অভিনেত্রী। জানিয়েছেন আগামী বছরের পরিকল্পনাও।</p> <p>প্রেক্ষাগৃহে ‘প্রিয় মালতী’র মুক্তি প্রসঙ্গে মেহজাবীন বলেন, “এ অনুভূতি প্রকাশ করার মতো নয়। অনেক ভালো লাগছে। আমার ভক্ত-দর্শকরা দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন আমাকে বড়পর্দায় দেখার জন্য। এবার সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। ২০ ডিসেম্বর আমার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পাচ্ছে। এ অনুভূতি একদম আলাদা। অপেক্ষা করছি এটি দেখার এবং আমার প্রিয়জনদের সঙ্গে উদযাপন করার জন্য।”</p> <p><img alt="5" height="337" src="https://www.dainikbangla.com.bd/images/db/2024/11/04/87.jpg" width="450" /></p> <p>‘প্রিয় মালতী’র প্রেক্ষাপট প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্তও তেমন কঠিন ও সমস্যার। এতে আমার চরিত্রের নাম মালতী রানী দাশ। নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র বলা যেতে পারে। পলাশ কুমার দাশ নামে এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন গল্পের মালতী। মালতীর সমস্যা সংগ্রামগুলো শুধু তার একার নয়, এগুলো দেশের মানুষের সমস্যা, সংগ্রাম। অন্তঃসত্ত্বা মালতীকে বিশৃঙ্খল এ শহরে শ্বশুরবাড়ি, সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে লড়াই করতে হয়। এমন একটি চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল আমার। যে চরিত্রটি অনেক বছর দর্শকের হৃদয়ে বেঁচে থাকবে। এটি এমন এক চরিত্র।’</p> <p>বড় পর্দায় প্রথমবারের মতো দেখা যাবে মেহজাবীনকে। তবে বাড়তি চাপে নেই অভিনেত্রী। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘বাড়তি কোনো চাপ অনুভব করছি না। শুরু থেকেই দর্শকরা আমার পাশে ছিলেন। যখন আমি নতুন, তখন থেকে এখন পর্যন্ত, যত গল্প, যত চরিত্র, প্রায় সবগুলোই দর্শক গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন। তাদের ভালোবাসার জন্যই আমি এতদূর আসতে পেরেছি। আমার বিশ্বাস, দর্শকরা আমার সিনেমা দেখতেও প্রেক্ষাগৃহে আসবেন এবং পছন্দ করবেন। সিনেমাটি আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা পেয়েছে। কিন্তু আমি অপেক্ষা করছিলাম দেশের দর্শকদের সিনেমাটি দেখানোর জন্য। তাদের প্রতিক্রিয়া আমার কাছে অমূল্য। দেশের দর্শকদের ভালো লাগলেই আমি সবচেয়ে বেশি খুশি হব।’</p> <p>নতুন বছরের কর্ম পরিকল্পনা নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। ২০২৫ সালেও কাজের মধ্যে ডুবে থাকতে চান জানিয়ে মেহজাবীন বলেন, ‘নতুন বছরেও কাজের মধ্যে ডুবে থাকতে চাই। বড় কথা হচ্ছে, ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমি বরাবরই বেছে বেছে কাজ করি। নতুন বছরেও সেই ধারা অব্যাহত রাখব। গল্প ও চরিত্র দেখেই কাজ করব। কাজ তো অনেক হবে, কিন্তু মানুষের মনে দাগ কাটার মতো কিছু কাজও হবে। সেই ধরনের কাজ যেন করতে পারি নতুন বছরে। নানারকম চরিত্রের মধ্যে অভিনয় দিয়ে নিজেকে ভাঙতে চাই।’</p> <p>তবে সিনেমায় ব্যস্ত হলেও নাটকে অভিনয় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন অভিনেত্রী। ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি নাটক ছেড়ে দেননি। সময়-সুযোগ পেলে আবারও নাটকে অভিনয় করবেন।</p>