<p>মাওলানা সাদকে নিয়ে টঙ্গী ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমার দাবিতে সাদপন্থীদের ঘোষিত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ২৪ ঘণ্টা পিছিয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের অনুরোধে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ও ধর্মঘট কর্মসূচি ২৪ ঘণ্টা পেছানো হয়েছে। বর্ধিত ২৪ ঘণ্টার মধ্যে সরকার দাবি পূরণ না করলে আগামীকাল ১৮ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।</p> <p>বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ব্যস্ততার কারণে স্মারকলিপিতে উল্লিখিত দাবির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। </p> <p>প্রসঙ্গত, আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে গত ৩ ডিসেম্বর শুরায়ে নেজামের আয়োজনে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়। এরপর আগামী ২০ ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্বের প্রস্তুতি হিসেবে সাদপন্থীদের জোড় ইজতেমার কথা রয়েছে। তবে তা নিয়ে জুবায়েরপন্থীদের সঙ্গে বিরোধ চলছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন সাদপন্থী মুসল্লিরা। <br />  </p>