<p>গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার শহিদ সুন্দর আলী সড়কে ঝুটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর সোয়া ৫টায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে জনৈক আমিন মিজির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে দেরি হয়। ততক্ষণে ৭টি ঝুটের দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে যায়।</p> <p>দোকানি মামুন মিয়া জানান, আগুনে তার ২টি, রফিক মিয়ার ২টি, আমিন মিজির একটি, সফিউল্লার একটি ও আব্বাস মিয়ার একটিসহ মোট ৭টি ঝুটের দোকান পুড়েছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।</p> <p>টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম বলেন, ‘ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগে। আশপাশে পানির ব্যবস্থা না থাকায় ৪০টি হর্সপাইপ সংযুক্ত করে একটি কারখানা থেকে পানির ব্যবস্থা করা হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’</p>