<p style="text-align:justify">তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রশ্নে করা রিটের রায় পড়তে শুরু করেছেন হাইকোর্ট। মঙ্গলবার সকাল ১১টার দিকে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায় পড়তে শুরু করেন।</p> <p style="text-align:justify">এর আগে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৫ ডিসেম্বর রুলের ওপর শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেছিলেন।</p> <p style="text-align:justify">সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাসহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল, বাংলাদেশের আদালতে বর্তমানে সেই পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে রিট করা হয়েছিল।</p> <p style="text-align:justify">১৩ বছর পর আবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কি না তা নির্ধারণ হতে পারে সর্বোচ্চ আদালতের রায়ে।</p>