<p>মধ্য ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা এবং নিজেদের হামলাকে সফল বলেও দাবি করেছে তারা। তবে ইসরায়েল বলছে, তাদের সীমান্তে ঢোকার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। </p> <p>হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল সোমবার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় জানিয়েছেন, ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে সোমবার একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ‘ফিলিস্তিন ২’।</p> <p>ইসরায়েলের এক মুখপাত্র বলেন, ‘ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। কারণ তা ঠেকাতে গিয়ে (ক্ষেপণাস্ত্রের) টুকরো টুকরো অংশ পড়ার শঙ্কা ছিল।’ </p> <p>ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র সতর্কতা ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিবজুড়ে জারি করা হয়েছিল। হুতিরা নিজেদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ‘সফলতার সঙ্গে লক্ষ্য অর্জন’ করেছে বলে দাবি করেছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।</p> <p>গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই লোহিত সাগরে ও আশপাশের অঞ্চলে ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। এ ছাড়া ইসরায়েলকে লক্ষ্য করে মাঝেমধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় গোষ্ঠীটি। ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বিরুদ্ধে যুদ্ধ শেষ না করা পর্যন্ত দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেনের হুতিগোষ্ঠী।</p> <p>এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ২৮ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।</p> <p>সূত্র : আলজাজিরা</p>