<p style="text-align:justify">মহান বিজয় দিবস উপলক্ষে বসুন্ধরা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান আফরোজা বেগম জেনারেল হাসপাতাল ও বিজয় মেলা প্রাঙ্গণ থেকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। গতকাল মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।</p> <p style="text-align:justify">বিজয় মেলায় তিন দিনই এ স্বাস্থ্যসেবা দেওয়া হবে। গতকাল স্বাস্থ্যসেবা নিতে আসা হাসান সাঈদ বলেন, ‘এ ব্যবস্থা সব শ্রেণি-পেশার মানুষের জন্য খুবই ভালো হয়েছে।’ অন্য এক নারী নাজমা বেগম (৫৫) বলেন, ‘ফ্রি পরীক্ষা করে নিশ্চিত হলাম আমার ডায়াবেটিস নাই। প্রেসারও নাই। চিন্তামুক্ত হলাম। কাল মাকে এনে পরীক্ষা করিয়ে নেব।’</p> <p style="text-align:justify">অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডমিন কাজী তাওহীদ জানান, সকাল ৮টা থেকে বিজয় মেলায় বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। রোগীদের ডায়াবেটিস, প্রেসার, ওজন মাপাসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে। মেলা যত দিন থাকবে, তত দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা থাকবে। সিরাজুল ইসলাম, নিশিতা রহমান প্রীতি, কামরুজ্জামান মনির স্বাস্থ্যসেবায় অংশ নেন।</p> <p style="text-align:justify">মানিকগঞ্জ আফরোজা বেগম জেনারেল হাসপাতালের অপারেশন ম্যানেজার দিলীপ কুমার মণ্ডল জানান, বিজয় দিবস উপলক্ষে আফরোজা বেগম জেনারেল হাসপাতালে সব ধরনের পরীক্ষানিরীক্ষায় ৫৪ ভাগ ছাড় দেওয়া হচ্ছে।</p>