<p style="text-align:justify">নরসিংদীর রায়পুরায় শর্টগানের ১০০ রাউন্ড গুলিসহ জুয়েল মিয়া রাসেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ এলাকা থেকে মামুন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।</p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল মাহমুদ।</p> <p style="text-align:justify">আটক ওই যুবক উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে।</p> <p style="text-align:justify">ওসি আদিল মাহমুদ বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় মামুন পরিবহনের বাসে তল্লাশি চলানোর সময় জুয়েল মিয়া নামের ওই যুবক কৌশলে হাতে একটি ব্যাগ নিয়ে নামার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা তাকে আটক করেন এবং ব্যাগের ভেতর থেকে ১০০ রাউন্ড গুলি উদ্ধার করেন। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ধারণা করা হচ্ছে চরাঞ্চলে পাঠানোর জন্যই ব্যাগভর্তি গুলি নিয়ে আসছিলেন ওই যুবক। গুলি উদ্ধারের ঘটনায় আসামি জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে বলে জানান ওসি আদিল।</p>