<p style="text-align:justify">চার বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রংপুরের শ্যামপুর চিনিকল। সরকারের এই সিদ্ধান্তে চিনিকলটির আশপাশ এলাকাজুড়ে খুশির জোয়ার বইছে।</p> <p style="text-align:justify">জানা যায়, শিল্প মন্ত্রণালয় গত ১৫ ডিসেম্বর পত্রের মাধ্যমে চিনিকলটির মাড়াই কার্যক্রম স্থগিত আদেশ প্রত্যাহার করে নেয়। তাতে বলা হয়, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে ৬টি চিনিকলের মাড়াই কার্যক্রম পুনরায় চালু করার লক্ষ্যে পূর্ববর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। </p> <p style="text-align:justify">এর আগে ২০২০ সালের ১ ডিসেম্বর লোকসানের অজুহাতে রংপুরের শ্যামপুর, গাইবান্ধার মহিমাগঞ্জের রংপুর চিনিকল, পঞ্চগড় চিনিকল, দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল, কুষ্টিয়া চিনিকল এবং পাবনা চিনিকল বন্ধ করা হয়। ওই সময় চিনিকল এলাকাগুলোতে ব্যাপক আন্দোলন হয়। </p> <p style="text-align:justify">এদিকে ৫ আগস্ট পরবর্তী সময়ে চিনিকলগুলো চালু করতে আন্দোলনে নামে সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে চালুর সিদ্ধান্ত নেয়। এতে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী, আখচাষী ও আশপাশের এলাকার মানুষ আনন্দিত হন।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, আমি দায়িত্ব নিয়েই চিনিকলগুলো চালুর ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছিলাম। সরকার সেটি আমলে নিয়ে চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে  উত্তরাঞ্চলের ৫টি চিনিকল এলাকার পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত অন্তত ৩০ লাখ মানুষের থেমে যাওয়া জীবন ও জীবিকার দুয়ার খুলে গেল।</p>