<p>রাশিয়া তার পশ্চিমাঞ্চলীয় কুরস্কের কেন্দ্রস্থলে ‘তীব্র আক্রমণাত্মক অভিযানে’ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করেছে বলে মঙ্গলবার দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ওলেক্সান্ডার সিরস্কি।</p> <p>সিরস্কি স্থানীয় কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, ‘তিন দিন ধরে শত্রুরা কুরস্ক অঞ্চলে তীব্র আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে এবং সক্রিয়ভাবে উত্তর কোরিয়ার সেনা ইউনিট ব্যবহার করছে।’</p> <p>কিয়েভ আগস্ট থেকে সীমান্তবর্তী অঞ্চলটির একটি অংশ দখল করে রেখেছে। সেই সময় তারা একটি অপ্রত্যাশিত আন্ত সীমান্ত অভিযান চালিয়ে রুশ ভূখণ্ড দখল করেছিল। অন্যদিকে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, পিয়ংইয়ং প্রায় ১০ হাজার সেনা সদস্য রাশিয়ায় পাঠিয়েছে রুশ সেনাদের সঙ্গে লড়াইয়ে যোগ দিতে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা পাগলামি ছাড়া কিছুই নয়’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734178275-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা পাগলামি ছাড়া কিছুই নয়’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/14/1457421" target="_blank"> </a></div> </div> <p>কোনো বিস্তারিত তথ্য না দিয়ে সিরস্কি আরো বলেন, ‘উত্তর কোরিয়ার ভাড়াটে সেনারা ইতিমধ্যে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছেন। ইউক্রেনীয় প্রতিরক্ষাকারীরা দৃঢ়ভাবে প্রতিরক্ষা ধরে রেখেছেন এবং শত্রুর সেনা ও সরঞ্জাম ধ্বংস করছেন।’</p> <p>এ ছাড়া ইউক্রেন সোমবার জানায়, তাদের বাহিনীর আক্রমণে কুরস্কে উত্তর কোরিয়ার অন্তত ৩০ জন সেনা সদস্য হতাহত হয়েছেন। অন্যদিকে পশ্চিমা হিসাব অনুযায়ী, রুশ সেনাবাহিনীকে সহায়তা করতে কমপক্ষে ১০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা হয়েছে।</p> <p>কুরস্কে রাশিয়ার নতুন পাল্টাহামলার খবর এমন সময় এলো, যখন রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে। রাশিয়ার সেনাবাহিনী মঙ্গলবার ভোরে জানায়, তারা পূর্ব দোনেৎস্ক অঞ্চলের একটি ছোট গ্রাম দখল করেছে, যা সম্পদসমৃদ্ধ কুরাখোভ শহরের প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মস্কো এই শহরটিও দখলের দ্বারপ্রান্তে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কিয়েভের এটিএসিএমএস হামলার জবাব মস্কো ‘অবশ্যই’ দেবে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/12/1734009651-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কিয়েভের এটিএসিএমএস হামলার জবাব মস্কো ‘অবশ্যই’ দেবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/12/1456761" target="_blank"> </a></div> </div> <p>সিরস্কি বলেন, ‘সবচেয়ে কঠিন পরিস্থিতি’ বর্তমানে কুরাখোভ ও খনিশিল্পের শহর পোকরভস্কের আশপাশে বিরাজ করছে—এ দুটি এলাকা রাশিয়া দখলের চেষ্টা করছে। তিনি আরো বলেন, ‘এক হাজার ১৭০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্রজুড়ে কার্যকর ও কৌশলগত পরিস্থিতি কঠিন অবস্থায় রয়েছে।’<br /> এর এক দিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার সেনারা যুদ্ধক্ষেত্রে ‘কৌশলগত উদ্যোগ’ হাতে নিয়েছে।</p> <p>সূত্র : এএফপি</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পিয়ংইয়ংকে মোকাবেলায় নিরাপত্তা সহযোগিতা বাড়াবে সিউল-কিয়েভ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732711269-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পিয়ংইয়ংকে মোকাবেলায় নিরাপত্তা সহযোগিতা বাড়াবে সিউল-কিয়েভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/27/1451280" target="_blank"> </a></div> </div>