<p>রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কমপক্ষে ৩০ জন উত্তর কোরিয়ার সেনা হতাহত হয়েছে বলে ইউক্রেন দাবি করেছে। ইউক্রেন আজ সোমবার এই তথ্য জানিয়েছে।</p> <p>উত্তর কোরিয়া থেকে হাজার হাজার সেনা রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে। কুরস্ক সীমান্ত অঞ্চল ইউক্রেন দখল করে নিলেও রাশিয়া ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ফের তাদের ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার হয়ে দেশটির কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে।</p> <p>ইউক্রেনের সামরিক গোয়েন্দা জানিয়েছে, ‘১৪ এবং ১৫ ডিসেম্বর ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া (ডিপিআরকে)-এর সেনা ইউনিটগুলো রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্লেখোভো, ভোরোজবা, মার্টিনোভকা গ্রামের কাছে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। কমপক্ষে ৩০ জন সেনা নিহত বা আহত হয়েছিল।’ </p> <p>তারা আরো জানায়, ‘ইউনিটগুলো উত্তর কোরিয়া থেকে নতুন করে সেনা সরবরাহ করে পুনরায় শূন্যস্থান পূরণ করেছে। পশ্চিমা কর্মকর্তাদের অনুমান মস্কোকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়া কমপক্ষে ১০ হাজার পাঠিয়েছে। রাশিয়া এবং উত্তর কোরিয়া মস্কো আক্রমণের পর থেকে তাদের সামরিক সম্পর্ক জোরদার করেছে।</p> <p>ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শনিবার বলেছেন, কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়তে রাশিয়া উত্তর কোরিয়ার ‘উল্লেখযোগ্য সংখ্যক’ মোতায়েন করা শুরু করেছে। তিনি আরো বলেছেন, ‘রাশিয়ানরা উত্তর কোরীয় সেনাদের সম্মিলিত ইউনিটে অন্তর্ভুক্ত করে কুরস্ক অঞ্চলে মোতায়েন করেছে। সেখানে ইউক্রেন আগস্টে আগ্রাসন শুরু করেছিল ‘</p> <p>জেলেনস্কি বলেছেন, ‘উত্তর কোরীয় সেনাদের ফ্রন্ট লাইনের অন্যান্য অংশেও ব্যবহার করা হতে পারে।’</p> <p>রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে, তাদের সেনারা কুরস্ক অঞ্চলের কিছু ছোট বসতি পুনর্দখল করেছে। গত মাসে ইউক্রেনের সেনাবাহিনীর একটি সূত্র এএফপিকে বলেছিল, কিয়েভ ওই অঞ্চলে ৮০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে। এর আগে বলা হয়েছিল, প্রায় এক হাজার ৪০০ বর্গ কিলোমিটার নিয়ন্ত্রণ করছে।</p> <p>সূত্র : এএফপি</p>