<p>বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদ বলেছেন, ‘১৬ বছরে ইলিয়াস আলীসহ ২০ হাজার বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে, না হলে আইনে-আদালতে পাঠিয়ে তার জীবন শেষ করেছে আওয়ামী সরকার। শেখ হাসিনা বলতেন, মুজিবকন্যা পালায় না, কিন্তু এমন দৌড় দিয়েছেন, বাংলাদেশে এই রকম দৌড় আর কেউ দেয়নি।’</p> <p>সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শোভাযাত্রা শেষে এসব কথা বলেন তিনি।</p> <p>তিনি আরো বলেন, ‘হাসিনা আবার নাকি ফিরেও আশার চিন্তা করছেন? আসেন, আপনাকে জবাবদিহি করতে হবে, কত মানুষকে আপনি খুন করেছেন। কত লাখ হাজার কোটি টাকা পাচার করেছেন। বলতে হবে, কেন গণহত্যা করেছেন? কেন মানুষকে ভারতের দাসত্ব করতে বলেছেন।’</p> <p>দুদু বলেন, ‘যেখানে দুর্নীতি ও অন্যায় থাকবে না, যেখানে আইনের শাসন থাকবে এমন দেশ গড়তে চায় বিএনপি। বাংলাদেশ হবে সারা বিশ্বে মাথা উঁচু করে থাকা দেশ।’</p>