<p style="text-align:justify">হটাৎ নাট্য সম্প্রদায়ের সভাপতি সংস্কৃতিকর্মী আনোয়ার পারভেজ খান ডিগু (৫৫) হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।</p> <p style="text-align:justify">সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মির্জাপুর উপজেলার ওয়ার্শী গ্রামের নিজ বাড়িতে তিনি অসুস্থ হন। দুপুরে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।</p> <p style="text-align:justify">আনোয়ার পারভেজের মৃত্যুতে স্থানীয় সাবেক সাংসদ খান আহমেদ শুভ তার ফেসবুক পেজে এবং হটাৎ নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম জিন্নাহ গভীর শোক প্রকাশ করেছেন।</p> <p style="text-align:justify">সোমবার এশার নামাজের পর জানাজা শেষে ওয়ার্শী কবরস্থানে তাকে দাফন করা হবে।</p>