<p style="text-align:justify">যে বিজয় ছিনিয়ে আনতে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন মো. আনোয়ার হোসেন (৭৬)। সেই বিজয়ের স্বাদ এত দিন নিলেও আজ সোমবার মহান বিজয় দিবসের দিনে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। কথা ছিল আজ উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার। কিন্তু চলে গেলেন না ফেরার দেশে।</p> <p style="text-align:justify">তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামে। আজ সোমবার বিকেলে তাড়াইল উপজেলার পশ্চিম জাওয়ার গ্রামের শ্বশুরবাড়িতে তাকে দাফন করা হয়।</p> <p style="text-align:justify">পরিবার সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট ছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েক দিন ধরে কিশোরগঞ্জ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় তার শ্বশুরবাড়িতে। নিজের ইচ্ছার কারণে সেখানকার একটি মাজারে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জাওয়ার ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি, বীরমুক্তিযোদ্ধা এবং এলাকার লোকজন।</p> <p style="text-align:justify">জানা যায়, মো. আনোয়ার হোসেন পাকিস্তান সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে ১১ নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নেন। বীরত্বের কারণে তিনি ছিলেন ব্যাপক আলোচিত মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজন রেখে গেছেন।</p>