<p>আয়াতের অর্থ : ‘তিনি বললেন, তোমরা উভয়ে একই সঙ্গে জান্নাত থেকে নেমে যাও। তোমরা পরস্পর পরস্পরের শত্রু। পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের নির্দেশ এলে যে আমার পথ অনুসরণ করবে সে বিপথগামী হবে না এবং দুঃখ-কষ্ট পাবে না। যে আমার স্মরণে বিমুখ থাকবে, অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত।...</p> <p>(সুরা : তা-হা, আয়াত : ১২৩-১২৪)</p> <p>আয়াতদ্বয়ে আল্লাহবিমুখতার শাস্তি বর্ণনা করা হয়েছে।</p> <p><strong>শিক্ষা ও বিধান</strong></p> <p>১. নিজের দোষ অন্যের ওপর চাপানো শয়তানের বৈশিষ্ট্য। শয়তান নিজের অবাধ্যতার জন্য অভিশপ্ত হলেও নিজের অধঃপতনের জন্য আদম (আ.)-কে দায়ী মনে করে।</p> <p>২. ইবনে আব্বাস (রা.) বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে এবং তার ওপর আমল করবে সে দুনিয়ায় পথভ্রষ্ট হবে না এবং পরকালে দুঃখ-কষ্ট পাবে না।</p> <p>৩. আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার অর্থ হলো আল্লাহর দ্বিন, কোরআন এবং তার ওপর আমল করা থেকে বিমুখ হওয়া।</p> <p>৪. জীবনযাপন সংকুচিত হওয়ার অর্থ আবাস, অবস্থান ও জীবিকা সংকুচিত হওয়া। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র যে স্তরে আল্লাহবিমুখতা দেখা দেবে সে স্তরেই সংকট তৈরি হবে।</p> <p>৫. রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ অবিশ্বাসীদের কবর সংকুচিত করবেন। এমনকি এক পাঁজরের হাড় অন্য পাঁজরের সঙ্গে মিশে যাবে। এটাই সংকীর্ণ জীবন। (তাফসিরে কুরতুবি : ১৪/১৫৬)</p> <p> </p>