<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় দুই হাজার বছর আগের পিথাগোরাসের উপপাদ্য বহুল পরিচিত একটি বিষয়, যা এত দিন ধরে একটি সাধারণ নিয়মেই প্রমাণিত হয়ে আসছিল। বলা হচ্ছিল, বিকল্প উপায়ে এটি প্রমাণের কোনোই সুযোগ নেই। কিন্তু এবার আমেরিকার নিউ অরলিন্সের দুই কলেজ শিক্ষার্থী এই উপপাদ্য প্রমাণের নতুন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পদ্ধতি বের করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখানেই শেষ নয়, এই দুই শিক্ষার্থী যখন তাদের আবিষ্কার সম্পর্কিত প্রতিবেদনটি প্রকাশ করেন তখন এতে তারা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণের ১০টি বিকল্প পন্থা উপস্থাপন করেন। তাদের দাবি, স্কুলে থাকতেই তারা এসব সূত্র উদ্ভাবন করেছিলেন ত্রিকোণমিতির সহায়তায়। আরো বিস্ময়ের ব্যাপার হচ্ছে, এই দুজন প্রতিভাবান শিক্ষার্থী গণিত নিয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী নন। তাদের বয়ন এখন ১৯।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি আমেরিকার এক সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যালসিয়া জনসন ও নিকিয়া জ্যাকসন নামের দুই শিক্ষার্থী এই দাবি করে তারা তাদের এই দাবির সপক্ষে প্রমাণও উপস্থাপন করেন। ক্যালসিয়া বলেন যে তারা প্রথমে পাঁচটি উপায় পেয়েছিলেন এবং পরে একটি সাধারণ পদ্ধতি পান, যা দিয়ে অন্তত পাঁচ উপায়ে উপপাদ্যটি প্রমাণ করা যায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপপাদ্য প্রমাণের বিকল্প সূত্র আবিষ্কারের পরও ক্যালসিয়া ও নিকিয়া বলছেন, তারা মোটেও গণিতের জিনিয়াস না এবং পেশা হিসেবেও গণিতজ্ঞ হওয়াকে বেছে নেবেন না তারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় দুই হাজার বছর আগে গ্রিক পণ্ডিত পিথাগোরাস তার বিখ্যাত উপপাদ্যটির জন্ম দেন। এটির মূলকথা হলো- একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। গাণিতিকভাবে একে প্রকাশ করা হয় a2 + b2 = c2 হিসেবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : গালফ নিউজ</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>