<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষতা থাকলে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় বাংলাদেশিরা কাজের সুযোগ পাবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নভোচারী জোসেফ এম আকাবা। তিনি বলেছেন, এআই প্রযুক্তিকে উন্নত করতে নাসা বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। বাংলাদেশও এতে অংশ নেয়। বাংলাদেশের কেউ যদি এআই প্রযুক্তি নিয়ে অনেক বেশি উন্নতি করতে পারে, তাহলে নাসায় কাজের সুযোগ থাকবে। এমন সব লোকদেরই নাসা খুঁজে থাকে, যাতে এআই ব্যবহার করে মহাকাশে আরো বেশি দূরত্ব অতিক্রম করা যায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন পুয়ের্তো রিকান বংশোদ্ভূত এই মার্কিন নভোচারী। গতকাল রবিবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্লে পেন স্কুলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে, তা নিয়ে আলোচনা করেন আকাবা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। মহাকাশ প্রযুক্তিতে এআইয়ের ব্যবহার সবচেয়ে বেশি হয় উল্লেখ করে নাসার প্রধান নভোচারী আকাবা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহাকাশ প্রযুক্তির সব সিস্টেমে এআই থাকে। এআই আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কোথাও কোনো ত্রুটি থাকলে এটি আমাদের সাহায্য করে। বর্তমানে নাসার পরিকল্পনা হচ্ছে সব কিছুতে এআই ব্যবহার করা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আকাবা বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের অনেক সম্ভাবনা। যারা এআই শিখবে, তারা ভবিষ্যতে নাসাসহ বিশ্বের অন্যতম শীর্ষ মহাকাশ সংস্থাগুলোতে কাজ করতে পারবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহাকাশ অনুসন্ধানের ভবিষ্যৎ খুবই সম্ভাবনাময় উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে নভোচারীরা চাঁদের চেয়ে বেশি দূর যেতে পারেননি। তবে ভবিষ্যতে নাসাসহ পৃথিবীর অন্যান্য দেশে আর্টেমিস চুক্তির মাধ্যমে মানুষকে চাঁদের চেয়েও অনেক দূরে মঙ্গল গ্রহ পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আমি আশাবাদী, ভবিষ্যতে বাংলাদেশ থেকেও লোকজন মহাকাশ ভ্রমণে যাবে। প্লে পেন স্কুলের চেয়ারম্যান এ মান্নান খান, প্রিন্সিপাল শরাবন তহুরা, মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস গার্ডিনার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p>