<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রবিবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভীকে রবিবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। বিএনপির মিছিলে হামলার অভিযোগে গত ৯ অক্টোবর এমপি নদভী এবং তাঁর ভাতিজা সাতকানিয়ার মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।</span></span></span></span></span></p>