<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়ায় র‌্যাব পরিচয়ে কলেজছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তার দুই নারীর নাম প্রকাশ করেনি পুলিশ। গত শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। জনগণের সহযোগিতায় গতকাল কলেজছাত্র ফেরদৌস সরকারকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে তাকে অপহরণ করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, শুক্রবার রাত ২টায় শহরের জহুরুল নগর এলাকায় র‌্যাবের পোশাক পরিহিত পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফেরদৌস সরকারকে অপহরণ করে। এরপর তারা সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে।</span></span></span></span></span></p>