<p>কুমিল্লার চৌদ্দগ্রামে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ ডিসেম্বর) কনকাপৈত ইউনিয়নের ভুলকরা মাদরাসায় মুক্তিযোদ্ধা ইসহাক পাটোয়ারী ও আব্দুল জলিল ভূইয়াকে এ বিজয় দিবসের অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।</p> <p>জামায়াত নেতা আব্দুল গফুর মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, উপজেলা শিবিরের সাবেক সভাপতি নাজমুল হক মোল্লা বাদল, কনকাপৈত ওলামা বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আজাদ, কনকাপৈত ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নুরুল আলম ভূইয়া, ভুলকরা মাদসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী, গুণবতী ফাজিল মাদরাসার সুপার মাওলানা জাকারিয়া ভূইয়া প্রমুখ।</p> <p>অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বিজয় দিবস জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। মহান মুক্তিযুদ্ধের শহীদরা আমাদের প্রেরণার উৎস ও বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।’</p>