<p style="text-align:justify">কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রণকৌশলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। তিনি যদি ঘোষণা না দিতেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না।</p> <p style="text-align:justify">সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। </p> <p style="text-align:justify">মো. কামরুল হুদা বলেন, জিয়াউর রহমান বন্দুক কাঁদে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই দেশকে কীভাবে স্বাধীন করবেন, সেই পরিকল্পনা করেছেন; ছক এঁকেছেন। যখন পাক হানাদার বাহিনীর অত্যাচারে এদেশের মানুষ দিশাহারা হয়ে পড়েছিল, তখন জিয়াউর রহমান বাংলাদেশকে চার ভাগে বিভক্ত করে রণকৌশল নির্দেশনা দিয়ে যুদ্ধ করেছেন ১৩টি সেক্টরে। </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে যিনি নেতা ও যার নেতৃত্বে যুদ্ধ হয়েছে বলে দাবি করেন, তিনি তখন পাক হানাদার বাহিনীর সঙ্গে আঁতাত করে পাকিস্তানে নিরাপদে ছিলেন। বাঙালির রাখাল রাজা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেছেন। </p> <p style="text-align:justify">অনুষ্ঠানে গুণবতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, পৌর বিএনপির আহ্বায়ক হারুন-অর-রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সহসভাপতি শাহাবুদ্দিন ফরায়েজী লাল্টু, দপ্তর সম্পাদক মো. নুরুন্নবী পাটোয়ারী নুরু, সহ-সাধারণ সম্পাদক কাজী শাহিন রেজা, উপজেলা কৃষকদলের সভাপতি মো. শাহ আলম প্রমুখ।</p>