<p>মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটে বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিক পরীক্ষার আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসন আয়োজিত সার্কিট হাউস মাঠে বিজয় মেলায় এ কর্মসূচি পালন করা হয়। </p> <p>সোমবার সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বসুন্ধরা শুভসংঘের বিনা মূল্যে দেওয়া সেবা গ্রহণ করে মেলায় আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় দুই শতাধিক বিভিন্ন বয়সী মানুষকে এ সেবা দেওয়া হয়।</p> <p>বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি সালেহুর রহমান সজিবের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন কমিটির সহসভাপতি আয়েশা আক্তার, সাধারণ সম্পাদক আবাবিল হাকিম, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম মিম ও আরাফাত হোসেন, মানববিষয়ক সম্পাদক পুষ্পিতা মোহন্ত। </p> <p>কর্মসূচির শুরুতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ও কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী ও জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপদেষ্টা সাইফুল ইসলাম।</p> <p>বিজয় দিবসে এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের ধন্যবাদ জানানো হয়। </p>