<p>চরমোনাই পীর সাহেব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, 'স্বাধীনতার ৫৩ বছরে আমরা অনেক সরকারের পরিবর্তন দেখেছি কিন্তু ইসলাম দেখিনি। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থী দিবে। অতীতে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছেন স্বার্থান্বেষীরা। আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছেন তারা। আমাদের পরগাছা বানিয়ে রেখেছেন তারা। ইসলামী দলগুলো একটি মঞ্চ ও ঐক্যের মধ্যে যাচ্ছে। আগামীতে তা জাতির কাছে প্রকাশ করা হবে।'</p> <p>সোমবার (১৬ ডিসেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী হাই স্কুল মাঠে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।</p> <p>চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরো বলেন, বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, সারা বিশ্বে পাঁচবার চোরের দিক থেকে এক নম্বর হয়েছে। প্রতি বছর যে টাকা লুটপাট হয়েছে তা দিয়ে একটি নয়, দুটি পদ্মা সেতু করা যেত। এমপি-মন্ত্রীরা মেহনতি মানুষের টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। এ সব স্বভাবী চোরদের একটি হাত কেটে দেওয়া হলে বাংলাদেশ চোর মুক্ত হবে।</p> <p>কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি মো. ফরিদ আহমেদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বক্তব্য দেন। এর আগে সমাবেশে বক্তব্য দেন মাওলানা কবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ, অ্যাডভোকেট মিজানুর রহমান, তসলিম সিকদারসহ অন্যান্য নেতারা। </p>