<p>দেশ স্বাধীনের পর বাড়িতে এসে পোড়া ঘর দেখতে পান। পোড়া ঘরের ক্ষত কেটে যায় সরকারের সহযোগিতায়। কয়েক বছর আগে সরকারের করে দেওয়া বাড়িতেই থাকেন বীর মুক্তিযোদ্ধা শর্মিলা দেব সরস্বতী। নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পাচ্ছেন। তবে পোড়া ঘরের সেই ক্ষত যেন এখন মনে। </p> <p>সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এ প্রতিবেদকের সঙ্গে দেখা হতেই বললেন, ‘বুড়া হইলে কেউ কি আর খবর রাখে। কত যে সমস্যায় আছি। তা-ও কোনো রকমে দিন পার হয়ে যাচ্ছে, পার করে দিচ্ছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২০ হাজার বিএনপি নেতাকর্মীকে গুমের অভিযোগ দুদুর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734352983-18e2999891374a475d0687ca9f989d83.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২০ হাজার বিএনপি নেতাকর্মীকে গুমের অভিযোগ দুদুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/16/1458137" target="_blank"> </a></div> </div> <p>ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ওই বীর মুক্তিযোদ্ধা। উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পর্যটকে টইটুম্বুর কক্সবাজার সৈকত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734353398-90bd20e69f820d23d6d35776f61292a5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পর্যটকে টইটুম্বুর কক্সবাজার সৈকত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/16/1458138" target="_blank"> </a></div> </div> <p>অনুষ্ঠান শুরুর আগে কথা হয় শর্মিলা দেবের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময়ে ভারতের আগরতলার জিবি হাসপাতালে সেবিকা হিসেবে যে দায়িত্ব পালন করেছিলেন এসব কথা তুলে ধরেন। এ সময় ৭০ বছর বয়সী ওই বীর সেনানীর চোখ ছলছল করছিলো।</p> <p>সম্প্রতি একটা প্রতারণারও শিকার হয়েছিলেন শর্মিলা দেব। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কথা বলে এক প্রতারক কিছু টাকা হাতিয়ে নেয়। ওই প্রতারক বাড়িতে এসে নানা ধরনের প্রশ্নবানে জর্জরিত করে শর্মিলা দেবকে ভয়ভীতিও দেখান।<br />  <br /> ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের ডালিম কুমার দত্তের স্ত্রী শর্মিলা দেব। এক মেয়ে ও নাতিদের নিয়ে এখানেই থাকেন তিনি। তবে শারীরিক অসুস্থতায় খুব একটা ভালো নেই ওই নারী মুক্তিযোদ্ধার।<br /> মুক্তিযুদ্ধ চলাকালীন জিবি হাসপাতালে আহতদের সেবা দেওয়ার সময় দেশপ্রেমের অনেক অভিজ্ঞতা হয় শর্মিলা দেবের। আহত মুক্তিযোদ্ধারা তখন ‘স্ট্যানগান কই’ বলে যে চিৎকার দিতেন সেগুলো এখনো কানে ভাসে। আহত অবস্থায়ও অনেকে যুদ্ধে ছুটে যাওয়ার যে স্পৃহা দেখাতেন সেসব স্মৃতি আজও টলমল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিডিআর বিদ্রোহ বলে কিছু নেই : হাসনাত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734351855-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিডিআর বিদ্রোহ বলে কিছু নেই : হাসনাত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/16/1458133" target="_blank"> </a></div> </div> <p>শর্মিলা দেব জানালেন, যুদ্ধের চার মাস পর বাড়ি এসে পোড়া ঘর দেখতে পান। রাজাকাররা ঘর পুড়িয়ে দেয় বলে জানতে পারেন। একবার চুরি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ মামলা হলে স্থানীয় লোকজনের অনুরোধে ছাড়া পান। ৭৫ এর ১৫ আগস্টের পর ভয়ে মুক্তিযুদ্ধের সনদ ছিঁড়ে ফেলে দেন। তবে হাসপাতালে সেবা দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তোলা ছবি ছিলো সম্বল।<br />     <br /> তিনি আরো জানান, ২০০০ সালে ভাতা পেতে শুরু করলেও তিন মাস পর বন্ধ করে দেওয়া হয়। ২০১০ সাল থেকে আবার নিয়মিত ভাতা পেতে শুরু করেন। ‘বীর নিবাস’ নামের সরকারের দেওয়া ঘরকে মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের অনেক বড় স্বীকৃতি হিসেবে দেখেন তিনি।</p>