<p>ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে সোমবার দুই দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।</p> <p>এ সময় একটি ব্যানারে বাংলাদেশ-ভারতের ৫৩ বছরের বন্ধুত্বের কথা লেখা থাকতে দেখা যায়। বেলা সাড়ে ১১টা থেকে ১১টা ৪৮ নাগাদ এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে আখাউড়ার ইউএনও গাজালা পারভীন রুহি নিশ্চিত করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734340902-b4ffa4e94c10af26c62cdee26699a0d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/16/1458078" target="_blank"> </a></div> </div> <p>জিওসি ৩৩ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বাংলাদেশের পক্ষে এ সাক্ষাতে নেতৃত্ব দেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১০১ কমিউনিকেশন জোনের কমান্ডার মেজর জেনারেল সুমিত রানা। এ সময় উভয় জেনারেলের স্টাফ অফিসার ছাড়াও বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।<br />  <br /> সূত্র জানায়, উভয় দেশের জেনারেল পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি শুভেচ্ছা উপহার ও মিষ্টি বিনিময় করেন। এ সময় তারা আজকের বিশেষ দিনে উভয় দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সৌহার্দ্যের দীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করেন। </p>