<p>বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশের অধিকার হরণ করেছে। দেশের শিল্প, অর্থনীতি ধ্বংস করেছে। দেশকে ধ্বংস স্তুপে পরিণত করেছে। এই জন্য ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে।</p> <p>সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে প্রধান অতিথির বক্তব্যে হাবিব এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মুলা খেলে কি আসলেই গ্যাসের সমস্যা হয়?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734347157-664287c04babe6885bfdc82873059942.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মুলা খেলে কি আসলেই গ্যাসের সমস্যা হয়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/16/1458108" target="_blank"> </a></div> </div> <p>হাবিবুর রহমান হাবিব বলেন, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে কোন জনতার দাবিকে দাবিয়ে রাখা যায় না। যার প্রমাণ ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন। আজ তাদের কোথাও দেখা যাচ্ছে না। আজ কোথায় এদেশের মুক্তিযুদ্ধের দাবিদার। স্বাধীনতার দাবিদাররা। সবাই ভারতে পালিয়েছে। রাজপথে দেখা যায় না।<br />  <br /> হাবিব বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশের মানুষকে গুম করেছে। হত্যা করেছে। আয়না ঘর নামের অমানবিক অন্ধকার কুঠরে বন্ধি করে জীবন শেষ করে দিয়েছে। আপামর দেশবাসীর উপর জুলুম নির্যাতন চালিয়েছে। তাইতো দেশের ছাত্র-জনতার আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল। হাজারো ছাত্র-জনতা ও শিশুর জীবন এবং রক্তের বিনিময়ে শেখ হাসিনার সরকারকে পতন করা হয়েছে।<br />  <br /> হাবিব আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ডিসেম্বরের আগেই এদেশে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে। দেশবাসীর ভোটে বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশও নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশকে পূর্নগঠিত করা হবে। কারণ স্বৈরাচার শেখ হাসিনা দেশের সবকিছুকে দলীয় করণ করেছিল। পরিবার তন্ত্র করে লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। দেশকে ধ্বংস স্তুপে পরিণত করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিশ্ববিদ্যালয়ের নাম দেখেই হামলা, প্রক্টরসহ আহত ৩" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734345751-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিশ্ববিদ্যালয়ের নাম দেখেই হামলা, প্রক্টরসহ আহত ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/16/1458105" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, আজ কোথায় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী। যেদিন তারা বিএনপিকে বিজয় স্তম্ভে আসতে দিতো না। আজ আমরা বিজয় স্তম্ভে ফুল দিয়েছি। আর ওরা পালিয়েছে। জুলুম, অত্যাচার ও নির্যাতন, গুম, খুন ও আয়না ঘরে বন্ধি করে জনগণের দাবিকে কখনও দাবিয়ে রাখা যায় না।<br />  <br /> এই সময় ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব প্রভাষক আজমাল হোসেন সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সাঁড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম রকিসহ বিএনপির সহযোগি সংগঠনের কয়েক হাজার সমর্থক উপস্থিত ছিলেন।</p>