<p>গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের গত নভেম্বর মাসের বেতন পরিশোধ করতে দেরি হওয়ায় অনাকাক্ষিত ঘটনা এড়াতে গত শনিবার কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। </p> <p>জানা গেছে, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের নভেম্বর মাসের বকেয়া বেতন ১২ ডিসেম্বর দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন দেওয়া হলেও সাধারণ শ্রমিকদের বকেয়া বেতন দেওয়া হয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গত শনিবার এই সপ্তাহের মধ্যে বেতন পরিশোধের কথা উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেনজীর ও মতিউর পরিবারের বিরুদ্ধে ৬ মামলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/15/1734272544-83ab96d0759c41f1c44f2295a9529397.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেনজীর ও মতিউর পরিবারের বিরুদ্ধে ৬ মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/15/1457825" target="_blank"> </a></div> </div> <p> </p> <p>গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঠিক অনির্দিষ্টকালের জন্য নয়, নোটিশে চলতি সপ্তাহের মধ্যে বেতন পরিশোধ করে কারখানা খোলা হবে বলা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হতে পারে। এ সময়ের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য কারখানার শ্রমিকদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।</p> <p>নগরীর কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করেছে। গতকাল রবিবার শ্রমিকদের কোনো কর্মসূচি ছিল না। তার পরও কারখানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। </p>