<p>ঝিনাইদহে স্বামীর বিশেষ অঙ্গে স্ত্রীর লাথিতে আব্দুল জব্বার (৫০) নামের এক লাইব্রেরিয়ানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার দুই স্ত্রীকে আটক করেছে পুলিশ।</p> <p>সোমবার(১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>মৃত আব্দুল জব্বার শৈলকুপার হরিহরা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান পদে কর্মরত ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাতীয় স্মৃতিসৌধের সামনে বসুন্ধরা শুভসংঘের ভিন্নধর্মী আয়োজন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734349628-ec802ee6fa2d2578687ceafd1f8ab693.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাতীয় স্মৃতিসৌধের সামনে বসুন্ধরা শুভসংঘের ভিন্নধর্মী আয়োজন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/shuvosangho/2024/12/16/1458123" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়রা জানায়, আব্দুল জব্বার কয়েক দিন ধরে তার ছোট স্ত্রী সুরাইয়া আক্তার সাথীর বাসায় থাকছিলেন। এতে তার ওপর ক্ষুব্ধ ছিলেন বড় স্ত্রী রাবেয়া খাতুন মিষ্টি। সোমবার সকালে তিনি লোকজন নিয়ে কলাবাগান এলাকায় আব্দুল জব্বারকে মারধর করতে থাকেন। সে সময় জব্বারের বিশেষ অঙ্গে লাথি মারেন মিষ্টি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।</p> <p>আব্দুল জব্বারের ভগ্নিপতি মোহাম্মদ হুসাইন বলেন, ‘সকালে সাথী ভাবি মোবাইলে জানান ভাইকে ব্যাপক মারধর করেছেন মিষ্টিসহ তার লোকজন। তার বিশেষ অঙ্গে লাথি মারার কথাও জানান ভাবি। ধারণা করছি, বিশেষ অঙ্গে আঘাতের কারণে ভাইয়ার মৃত্যু হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তনে সংস্কার অনিবার্য : তারেক রহমান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/16/1734349265-24c6d45829230b4cb9a303b9421c748a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তনে সংস্কার অনিবার্য : তারেক রহমান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/16/1458120" target="_blank"> </a></div> </div> <p>এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জব্বারের দুই স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’</p>